রাজ্য বাজেটে শিক্ষায় ৪১ হাজার কোটি বরাদ্দ করে বাংলার সরকার স্পষ্ট করে দিয়েছিল শিক্ষাকে কতটা গুরুত্ব বাংলায় দেওয়া হয়। এবার শিক্ষার্থীদের স্বাস্থ্যেও নজর রাজ্য সরকারের মিড-ডে মিলের (mid-day meal) খাবারে অতিরিক্ত পুষ্টি (supplementary nutrition) দেওয়ার পরিকল্পনা থেকেই বাড়ানো হল ডিম (egg) দেওয়ার পরিমাণ ও যুক্ত করা হল ফল। কেন্দ্রের সরকার বিরোধীদের চাপে মিড-ডে মিলে গত অর্থবর্ষে শেষ পর্যায়ে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে, তার যথাযথ ব্যবহার করতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।

রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে সপ্তাহে একদিনের বদলে তিনদিন পড়ুয়ারা মিড-ডে মিলে (mid-day meal) ডিম পাবে। সেই সঙ্গে পাবে ফল। তার জন্য অতিরিক্ত পড়ুয়া প্রতি ৮ টাকা করে খরচ বাড়বে। রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ পড়ুয়াকে সাপ্লিমেন্টারি পুষ্টি (supplementary nutrition) দিতে খরচ হবে ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা। চলতি অর্থবর্ষের শেষ অর্থাৎ ৩১ মার্চের মধ্যে এই টাকায় এই সাপ্লিমেন্টারি পুষ্টি দেওয়া হবে। তাই এই নির্দেশিকা ৩১ মার্চের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতদিন সপ্তাহে একদিন ডিম বরাদ্দ ছিল পড়ুয়াদের জন্য। রাজ্য সরকার আগেই সাপ্লিমেন্টারি পুষ্টির (supplementary nutrition) জন্য পরিকল্পনা করেছিল। এবার সেই পরিকল্পনা কার্যকর হবে অতিরিক্ত ডিম ও ফল দেওয়ার মধ্যে দিয়ে। কেন্দ্রের সরকার যেভাবে প্রকল্পের টাকা ব্যবহার না হওয়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালায়, তার মোক্ষম জবাব হয়েছে এই পদক্ষেপ। কেন্দ্রের বরাদ্দ অর্থ রাজ্যের তহবিলে আসতেই তা নিয়ে পড়ুয়াদের প্রতি ইতিবাচক পদক্ষেপ রাজ্যের সরকারের।

–


–

–

–

–

–

–

–
