রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়! ৪-৫ দিন মায়ের মৃতদেহ আগলে রইল ছেলে

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়! ৪ থেকে ৫ দিন মায়ের পচা গলা মৃতদেহ আগলে ঘরেই রইল ছেলে। অবশেষে রবিবার বাড়ি থেকে পচা গন্ধ বের হতে দেখেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ এসে উদ্ধার করে মহিলার মৃতদেহ।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি জেলেপাড়ায়। মৃত মহিলার নাম রাসমণি নন্দী। স্থানীয় বাসিন্দাদের দাবি মৃতার পুত্র মানসিক বিকারগ্রস্থ। বালটিকুরি এলাকায় রাসমণি নন্দী ও তার মানসিক বিকারগ্রস্থ ছেলে দুজনেই ওই বাড়িতে থাকত। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই রাসমণি নন্দী অসুস্থ ছিলেন। স্থানীয়দের অনুমান চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয় রাসমণি নন্দী। সেই থেকেই মৃতদেহ আগলে বসেছিল তার ছেলে। আজ, রবিবার বাড়ি থেকে পচাগন্ধ বের হতে দেখে দাসনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন- নেতৃত্বে চেয়ারপার্সন কৃষ্ণা! ‘একতার বার্তা’ দিয়ে তুফানগঞ্জে প্রতিনিধিদের জনসংযোগ মিছিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_