Tuesday, November 11, 2025

নেতৃত্বে চেয়ারপার্সন কৃষ্ণা! ‘একতার বার্তা’ দিয়ে তুফানগঞ্জে প্রতিনিধিদের জনসংযোগ মিছিল

Date:

Share post:

একতার নাম তৃণমূল কংগ্রেস। মানুষের পাশে থাকা এই দলের নীতি। তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করেছে বারে বারেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, কোনও মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে দল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে তুফানগঞ্জ পুরসভার সমস্যাও সমাধান হয়েছে। দলের নির্দেশে চেয়ারপার্সন আছেন কৃষ্ণা ইশোরই। রবিবার একতার বার্তা দিয়ে এবং এলাকাবাসীদের সমস্যা সমাধানে চেয়ারপার্সনের নেতৃত্বে হল জনসংযোগ মিছিল।

এদিনের কর্মসূচিতে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলরই প্রায় উপস্থিত ছিলেন। তাতে ফের স্থানীয় কাউন্সিলরদের ঐক্যের ছবি ফিরেছে বাসিন্দাদের মধ্যে, এমন আলোচনা হচ্ছে স্থানীয় রাজনৈতিক মহলের অনেকের মধ্যে। আগামী বিধানসভায় তুফানগঞ্জ আসন জিততে জোর দিচ্ছে তৃণমূল। সে বিষয়টি আগেই জানান দলীয় নেতৃত্ব। জানা গিয়েছে, আজ সকালে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তথা তুফানগঞ্জ শহরের কলেজ এলাকা থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে পুরসভা মোড় হয়ে তুফানগঞ্জ প্রাণকেন্দ্র বাজার পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন তিনি। উৎসাহী মানুষের ভিড় ছিল। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে। তুফানগঞ্জ পুরসভার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন সকলে। জানা গিয়েছে, এদিন তুফানগঞ্জে মদনমোহন মন্দিরে কীর্তনের আসরেও যান জেলা সভাপতি।

আরও পড়ুন- বাংলার বাড়ি: কতটা হয়েছে প্রকল্পের কাজ? খতিয়ে দেখতে প্রশাসনকে নজরদারি বৃদ্ধির নির্দেশ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...