Sunday, August 24, 2025

নেতৃত্বে চেয়ারপার্সন কৃষ্ণা! ‘একতার বার্তা’ দিয়ে তুফানগঞ্জে প্রতিনিধিদের জনসংযোগ মিছিল

Date:

Share post:

একতার নাম তৃণমূল কংগ্রেস। মানুষের পাশে থাকা এই দলের নীতি। তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করেছে বারে বারেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, কোনও মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে দল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে তুফানগঞ্জ পুরসভার সমস্যাও সমাধান হয়েছে। দলের নির্দেশে চেয়ারপার্সন আছেন কৃষ্ণা ইশোরই। রবিবার একতার বার্তা দিয়ে এবং এলাকাবাসীদের সমস্যা সমাধানে চেয়ারপার্সনের নেতৃত্বে হল জনসংযোগ মিছিল।

এদিনের কর্মসূচিতে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলরই প্রায় উপস্থিত ছিলেন। তাতে ফের স্থানীয় কাউন্সিলরদের ঐক্যের ছবি ফিরেছে বাসিন্দাদের মধ্যে, এমন আলোচনা হচ্ছে স্থানীয় রাজনৈতিক মহলের অনেকের মধ্যে। আগামী বিধানসভায় তুফানগঞ্জ আসন জিততে জোর দিচ্ছে তৃণমূল। সে বিষয়টি আগেই জানান দলীয় নেতৃত্ব। জানা গিয়েছে, আজ সকালে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তথা তুফানগঞ্জ শহরের কলেজ এলাকা থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে পুরসভা মোড় হয়ে তুফানগঞ্জ প্রাণকেন্দ্র বাজার পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন তিনি। উৎসাহী মানুষের ভিড় ছিল। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে। তুফানগঞ্জ পুরসভার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন সকলে। জানা গিয়েছে, এদিন তুফানগঞ্জে মদনমোহন মন্দিরে কীর্তনের আসরেও যান জেলা সভাপতি।

আরও পড়ুন- বাংলার বাড়ি: কতটা হয়েছে প্রকল্পের কাজ? খতিয়ে দেখতে প্রশাসনকে নজরদারি বৃদ্ধির নির্দেশ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...