Saturday, November 15, 2025

শুভেন্দুর মিথ্যাচারকে ধিক্কার! বিধানসভায় স্বাধিকার ভঙ্গ নোটিশ শোভনদেবের

Date:

সাসপেন্ড হওয়ার পরে প্ররোচনামূলক মন্তব্য। মঙ্গলবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ নোটিশ অর্থাৎ Privilege Motion আনলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chantterjee)। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিধানসভায় উস্কানিমূলক মন্তব্য এবং সংবাদমাধ্যমে মিথ্যাচার করেন। বিরোধী দলনেতার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ও মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সোমবার, বিধানসভার অধিবেশনে নজিরবিহীন বিশৃঙ্খলা বিরোধী দলনেতা-সহ BJP বিধায়কদের। বিরোধী দলনেতা ওয়েলে নেমে কার্যবিবরণীর পাতা ছিঁড়ে অধ্যক্ষের দিকে ছুড়ে মারেন বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ তৃণমূল বিধায়কের আনা প্রস্তাবের ভিত্তিতে ৩০ দিনের জন্য বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। অধ্যক্ষের নির্দেশের পরেও বিধানসভার বাইরে বেরিয়ে বিশৃঙ্খলা তৈরির হুমকি দেন শুভেন্দু অধিকারী।
আরও খবর: নিয়োগ তদন্তে সিবিআই মামলায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন সুজয়কৃষ্ণের

সংবাদ মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশে ‘সংখ্যালঘুদের সরকার’ বলে কটাক্ষ করায় মর্যাদা ক্ষুণ্ণ হল বলে অভিযোগ তৃণমূলের (TMC)। সাসপেনশনের কারণ হিসেবে শুভেন্দু সংবাদমাধ্যমে যা বলছেন, তা মিথ্যা বলেও অভিযোগ। এই ২ অভিযোগে এদিন বিধানসভা অধিবেশনের শুরুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। তা পাঠ করে শোনান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chantterjee)। তাঁকে সমর্থন করেন অরূপ বিশ্বাস, দেবাশিস কুমাররা। পরিষদীয় মন্ত্রীর কথায়, “ন্যক্কারজনক ব্যবহার করেছেন উনি। এটা জাতির লজ্জা। গণতন্ত্রের লজ্জা। তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি, সারা দেশের ধর্ম নিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে।” রীতিমতো ধিক্কার জানিয়ে শোভনদেব বলেন, “সোমবার বিধানসভা অধিবেশন কক্ষে কাগজ ছোড়া, অধ্যক্ষের দিকে তেড়ে যাওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতাকে। অথচ সাংবাদিকদের শুভেন্দু বলেছেন, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি। এমন মিথ্যাচারেরর জন্য ওঁকে ধিক্কার।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version