প্রথমবার বিধায়ক হয়েই সোজা দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত! বৃহস্পতিবার শপথগ্রহণ

একঝাঁক হেভিওয়েটকে পিছনে ফেলে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েই সটান রাজধানীতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন  ‘বেনিয়া’ সম্প্রদায়ের মুখ রেখা গুপ্ত। সিনিয়রদের পিছনে ফেলে প্রধমবার বিধায়ক হয়েই সর্বোচ্চ পদে বিজেপি নেত্রী। যা নিঃসন্দেহে নজির। নাম ঘোষণা হতেই সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বাজি ফাটিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দলের দিল্লি অফিসের বাইরেও মিষ্টি বিতরণ করা হয়।

দীর্ঘদিন আরএসএসের কর্মী। পাশাপাশি দিল্লিতে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ৫০ বছরের রেখা গুপ্ত। এই প্রথম বিজেপি শাসিত রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। একইসঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন।

২০২৪ সালেই প্রথমবার বিধানসভা নির্বাচনে জেতেন রেখা। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে আপের ১০ বছরের শক্ত ঘাঁটি শালিমার বাগ থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন রেখা। ২৯৫৯৫ ভোটে আপের বন্দনা কুমারীকে হারান তিনি। প্রথমবার বিধানসভা নির্বাচনে জেতা ‘আনকোরা’ মুখকেই মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিল বিজেপি। প্রবেশ বর্মার মতো হেভিওয়েটকেও পিছনে ফেলে দিলেন রেখা।

আরও পড়ুন- বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি নিয়ন্ত্রণে শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চাইল হাইকোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_