দীর্ঘদিন ধরে রাজ্যের অনেক বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি নেওয়া নিয়ে অভিযোগ উঠছে। পাশাপাশি অতিরিক্ত ফি নেওয়া নিয়েও অনেক আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলাও। বুধবার এই মামলার শুনানিতে বেসরকারী স্কুলে ফি বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চাইল হাইকোর্ট। কোর্টের পর্যবেক্ষণ, অনেক ক্ষেত্রে চার্জ নামে যে বৃদ্ধি হচ্ছে সেটা ঠিক নয়। এটার উপর কি কন্ট্রোল থাকবে না?

বিচারপতির মন্তব্য, “সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না। রাজ্য সরকার অন্যান্য বিলের মত সিদ্ধান্ত নিতে পারে।” পাশাপাশি আদালতের ডিভিশন বেঞ্চের পরামর্শ, বিলের মধ্যে দিয়ে এই সমস্যা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে! এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যের অবস্থান জানানো হবে পরশু দিন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী শুক্রবার রাজ্যের মতামত আদালতকে জানানোর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বিচারপতি বলেন, “অনেক স্কুলে ঘোড়া বা উটের দৌড় শেখানো হলেও একটা বেসিক ফি রাখা করা উচিত। অনেক স্কুলে এটা বাড়তি আয়ের জায়গা”।

আরও পড়ুন- সম্ভবত বড়তলাকাণ্ডই প্রথম! শিশু নির্যাতনে মৃত্যদণ্ড নিয়ে দাবি পুলিশ কমিশনারের

_
_

_

_

_

_

_

_
