Sunday, May 4, 2025

কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র! অভিযোগ চন্দ্রিমার

Date:

কেবলমাত্র আবাস বা একশ দিনের কাজ নয়! অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্পেই রাজ্যের প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র। স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে বলে অভিযোগ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। যার অধিকাংশ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে চালিয়ে যাচ্ছে।

বিধানসভায় বৃহস্পতিবার বিস্তারিত পরিসংখ্যান পেশ করে তিনি জানান, জাতীয় স্বাস্থ্য মিশন সহ স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থ দেয়নি। এক্ষেত্রে মোট বকেয়ার অঙ্ক চার হাজার কোটি টাকারও বেশি। বঞ্চনার তালিকায় শীর্ষে রয়েছে ১০০ দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনা। এই দুই প্রকল্পে রাজ্যের বকেয়া যথাক্রমে ৬৯১৯ কোটি এবং ৮ হাজার ১৪০ কোটি টাকা। শহরে দরিদ্রদের বাড়ি তৈরির প্রকল্পেও ১৪৬ কোটি টাকার বেশি বকেয়া মেটায়নি কেন্দ্র।বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য ২ হাজার ৫২৪ কোটি টাকার বেশি। জল স্বপ্ন নাম দিয়ে ওই প্রকল্প নিজেদের অর্থে চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। মহিলাদের সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার বিরাট বিরাট প্রতিশ্রুতি দিলেও কার্যক্ষেত্রে সেখানেও রাজ্যের প্রাপ্তি শূন্য। মহিলাদের জন্য বিশেষ আদালত তৈরি সহ একাধিক খাতে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার।

এদিকে একশো দিনের টাকা না পাওয়ার জন্য রাজ্যে বহু ভুয়ো জব কার্ড থাকার অভিযোগ তোলে বিরোধীরা। তাদের সেই যুক্তি খন্ডন করে অর্থমন্ত্রী জানান, ভুয়া জব কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে প্রায় ৯০ লক্ষ ভুয়ো জব কার্ড মিলেছে। অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যের ৩৪ লক্ষ, ৩২ লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান মিলেছে। অথচ ওইসব রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা হয়নি। বঞ্চিত হয়েছে শুধু বাংলা।

আরও পড়ুন- ২ পাতা-১ কুঁড়ির সঙ্গে একটি কাঁচা লঙ্কা! ‘অভিনব পেয়ালা’-য় চুমুক কণ্ঠশিল্পী থেকে রাজনীতিকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version