Thursday, August 28, 2025

কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র! অভিযোগ চন্দ্রিমার

Date:

কেবলমাত্র আবাস বা একশ দিনের কাজ নয়! অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্পেই রাজ্যের প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র। স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে বলে অভিযোগ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। যার অধিকাংশ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে চালিয়ে যাচ্ছে।

বিধানসভায় বৃহস্পতিবার বিস্তারিত পরিসংখ্যান পেশ করে তিনি জানান, জাতীয় স্বাস্থ্য মিশন সহ স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অর্থ দেয়নি। এক্ষেত্রে মোট বকেয়ার অঙ্ক চার হাজার কোটি টাকারও বেশি। বঞ্চনার তালিকায় শীর্ষে রয়েছে ১০০ দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনা। এই দুই প্রকল্পে রাজ্যের বকেয়া যথাক্রমে ৬৯১৯ কোটি এবং ৮ হাজার ১৪০ কোটি টাকা। শহরে দরিদ্রদের বাড়ি তৈরির প্রকল্পেও ১৪৬ কোটি টাকার বেশি বকেয়া মেটায়নি কেন্দ্র।বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য ২ হাজার ৫২৪ কোটি টাকার বেশি। জল স্বপ্ন নাম দিয়ে ওই প্রকল্প নিজেদের অর্থে চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। মহিলাদের সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার বিরাট বিরাট প্রতিশ্রুতি দিলেও কার্যক্ষেত্রে সেখানেও রাজ্যের প্রাপ্তি শূন্য। মহিলাদের জন্য বিশেষ আদালত তৈরি সহ একাধিক খাতে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার।

এদিকে একশো দিনের টাকা না পাওয়ার জন্য রাজ্যে বহু ভুয়ো জব কার্ড থাকার অভিযোগ তোলে বিরোধীরা। তাদের সেই যুক্তি খন্ডন করে অর্থমন্ত্রী জানান, ভুয়া জব কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে প্রায় ৯০ লক্ষ ভুয়ো জব কার্ড মিলেছে। অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যের ৩৪ লক্ষ, ৩২ লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান মিলেছে। অথচ ওইসব রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা হয়নি। বঞ্চিত হয়েছে শুধু বাংলা।

আরও পড়ুন- ২ পাতা-১ কুঁড়ির সঙ্গে একটি কাঁচা লঙ্কা! ‘অভিনব পেয়ালা’-য় চুমুক কণ্ঠশিল্পী থেকে রাজনীতিকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...
Exit mobile version