Monday, August 25, 2025

রাজ্যে আলুর ফলন প্রচুর, ছোট-প্রান্তিক চাষিদের জন্য হিমঘরগুলিতে ৩০ শতাংশ জায়গা বরাদ্দের নির্দেশ

Date:

এবার রাজ্যে আলুর প্রচুর ফলন হয়েছে। আর সেই কারণেই ছোট ও প্রান্তিক চাষিদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার আগাম ব্যবস্থা নিচ্ছে।হিমঘরগুলিতে ৩০ শতাংশ জায়গা তাদের জন্য বরাদ্দ রাখতে হবে বলে কৃষি বিপণন দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ২০ মার্চ পর্যন্ত ওই ব্যবস্থা চালু থাকবে।

পরিসংখ্যান বলছে, রাজ্যে এবার ১ কোটি ৩০ লক্ষ থেকে ১ কোটি  ৪০ লক্ষ টন আলু  উৎপাদন হতে পারে বলে কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে।কারণ, এবার আবহাওয়া আলুচাষের অনুকূল ছিল। পাশাপাশি চাষের জমিও কিছুটা বেড়েছে। গতবছর ৪ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এবার তা বেড়ে হয়েছে ৫ লক্ষ ১০ হাজার হেক্টর। ফলে হিমঘরে আলু রাখার জায়গা পেতে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।  ইতিমধ্যেই  বিষয়টি নিয়ে কৃষি বিপণন দফতরের সঙ্গে হিমঘর মালিকদের আলোচনা হয়েছে। সেখানেই ছোট চাষিদের জন্য জায়গা সংরক্ষণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েশন কর্তা পতিতপাবন দে জানান, এই ব্যবস্থায় তাদের কোনও আপত্তি নেই। তবে ছোট ও প্রান্তিক চাষিদের জন্য ৩০ শতাংশ জায়গার সংরক্ষণ নিয়ে যে নিয়ম রয়েছে, সেটি ২০ মার্চের পর উঠে যাবে। প্রশাসনের এই নির্দেশের বিষয়ে তাদের আপত্তি রয়েছে। বৈঠকে ওই তারিখ নির্দিষ্ট করা হয়েছিল ১৫ মার্চ। ওই দিনটিকেই বহাল রাখার জন্য সংগঠনের তরফে দফতরের কাছে দাবি জানানো হয়েছে। একইসঙ্গে হিমঘরের ভাড়া বাড়ানোরও দাবি করেছে অ্যাসোসিয়েশন। তাদের দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় এখানে ভাড়া অনেক কম। এই কারণে বহু হিমঘর লোকসানে চলছে।

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version