Monday, August 25, 2025

মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর (Federal Bureau of Investigation) ডিরেক্টর পদে আসার পরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তদন্তকারী সংস্থাকে ঢেলে সাজানোর বার্তা দিলেন ক্যাশ প্যাটেল (Kash Patel)। তবে তাঁর সমর্থকরা দাবি করছেন কোনও রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করবেন প্যাটেল। যদিও তাঁর অনভিজ্ঞতার উপর ভরসা করতে পারছেন না ডেমোক্রাটরা (Democrat)।

খুবই ন্যূনতম মার্জিনে এফবিআই-এর ডিরেক্টর (Director) পদে আসার পরই ক্যাশ প্যাটেল ধন্যবাদ জানান রাষ্ট্রপতি ট্রাম্পকে (Donald Trump)। তাঁর এই পদে নিয়োগ এমন একটি সময়ে হল যখন সম্প্রতি সংস্থার উচ্চপদস্থ কর্তাদের অপসারিত করা হয়েছে। সেই সঙ্গে ২০২১ সালে ইউএম ক্যাপিটোলে (US Capitol) ট্রাম্পের সময়ে হিংসার ঘটনায় যুক্ত ষড়যন্ত্রকারীদের খোঁজার কাজ শুরু হয়েছে।

কার্যত তাঁর এফবিআই-এর (FBI) ডিরেক্টর পদে নির্বাচিত হওয়ার পরই ডেমোক্রাটদের (Democrat) আশঙ্কা, তিনি বহু প্রতীক্ষিত রাজনৈতিক অভিসন্ধি তুলে ধরবেন। ফলে রাজনৈতিক ভাবে ট্রাম্পের বিরুদ্ধপক্ষের দিকে সবার আগে তাঁর কোপ পড়তে চলেছে।

যদিও কোনও রকম পূর্ব পরিকল্পনায় চলবেন না, স্পষ্ট করেছেন ক্যাশ (Kash Patel)। তাঁর দাবি, দেশের ভালো পুলিশকেই পুলিশের পদে রাখা হবে। এফবিআই-এর এমন দল তৈরি হবে যা নিয়ে গর্ব করতে পারবেন আমেরিকানরা। সেই সঙ্গে তাঁর কোনও পূর্ব নিশানায় থাকা তালিকার কথাও তিনি অস্বীকার করেছেন।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version