রুশদির উপরে হামলায় ‘দোষী’ সাব্যস্ত হাদি , কারাবাসের মেয়াদ নিয়ে জল্পনা

বুকারজয়ী লেখক সলমন রুশদির (Salman Rushdie) উপরে হামলায় দোষী সাব্যস্ত ২৭ বছরের হাদি মাতার (Haadi Matar)। বিচার প্রক্রিয়ায় রুশদির আইনজীবী জানিয়েছিলেন, নির্মমভাবে একাধিকবার ছুরির কোপ মারা হয় ৭৭ বছরের বর্ষীয়ান সাহিত্যিককে। অবশেষে ‘দোষী’ সাব্যস্ত হলেন হাদি, যদিও রায় সংরক্ষিত রেখেছে আদালত। আগামী ২৩ এপ্রিল নিউইয়র্ক কোর্টে (New York Court) সাজা ঘোষণা করা হবে।

২০২২ সালে নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দেওয়ার সময় আততায়ীর হাতে আক্রান্ত হন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। রুশদিকে উপর প্রাণঘাতী হামলা করেন ২৭ বছরের যুবক। মঞ্চে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দ্রুত হামলাকারীকে ঘিরে ফেলেন। এক চোখের দৃষ্টিশক্তি হারান লেখক, প্যারালাইসিস হয়ে যায় একটি হাতও। ভেন্টিলেশনে থাকতে হয় কিছুদিন। দীর্ঘ চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন সাহিত্যিক। অভিযুক্ত হাদি দীর্ঘ দিন আমেরিকার জেলে বন্দি ছিলেন। চলতি মাসে নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে তাঁর বিচারপ্রক্রিয়া শুরু হয়। সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মনে করা হচ্ছে অন্তত ৩০ বছরের জেল ও জরিমানা হতে পারে রুশদির হামলাকারীর।