চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরে ম্যাচ চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আর কিনা জাতীয় সঙ্গীত বেজে উঠল ভারতের। শনিবার পাকিস্তানের মাটিতে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। এদিন এমনটাই হল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। যা শুনেই চিৎকার করে ওঠেন দর্শকেরা। কয়েক সেকেন্ড পরেই তা বন্ধ করে দেওয়া হয়। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না। সেই কারণে টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে।

এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনও টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শনিবার সেই মত লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে বেজে ওঠে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত। এরপর জাতীয় সঙ্গীতের জন্য অপেক্ষা করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর সেই সময় বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিও ভাইরাল , তাতে দেখা যাচ্ছে, হঠাৎই বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যেখানে ‘ভাগ্যবিধাতা’ কথাটি স্পষ্ট শোনা যায়। তা শুনেই চিৎকার শুরু হয় মাঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও হতবাক হয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়। তারপরে অবশ্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজার সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল ।

Lmao, they played the Indian national anthem instead of Australia at Lahore for a couple of seconds by mistake.#ENGvsAUS pic.twitter.com/j5vhpiSV1O
— GOAT Sachin (@GOATSachin) February 22, 2025
আরও পড়ুন- আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত-পাক, অ্যাডভান্টেজ পাকিস্তানের, মত যুবরাজের

–
–

–

–

–

–

–

–
