হয়ে গিয়েছে নাকি বিবাহবিচ্ছেদ, কি কারণে এই পথে হাঁটলেন চ্যাহাল-ধনশ্রী, সামনে এল কারণ?

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, বৃহস্পতিবার আদালতে চ্যাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ মামলায় ৪৫ মিনিটের শুনানি হয়।

বেশ কয়েকদিন ধরেই শিরোনামে যুজবেন্দ্র চ্যাহাল-ধনশ্রী ভার্মা। জল্পনা চলছিল তাদের নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। আর এরই মাঝে এল বড় খবর, সূত্রের খবর, চ্যাহাল-ধনশ্রীর নাকি হয়ে গিয়েছে বিবাহবিচ্ছেদ। জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছিলেন চ্যাহাল-ধনশ্রী। মুম্বইয়ে বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল তাদের। সেখানেই বিবাহবিচ্ছেদ হয় তারকা দম্পতির। শুধু তাই নয়, ঠিক কি কারণে বিচ্ছেদ, সেই খবরও এসেছে প্রকাশ্যে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, বৃহস্পতিবার আদালতে চ্যাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ মামলায় ৪৫ মিনিটের শুনানি হয়। সেখানেই চ্যাহাল এবং ধনশ্রী জানান যে, তাঁরা বিবাহবিচ্ছেদ চাইছেন। গত ১৮ মাস ধরে আলাদা থাকছেন বলে জানান তারা। বোঝাপড়ার অভাবের কারণে বিবাহবিচ্ছেদ চেয়েন চ্যাহাল-ধনশ্রী। আদালত তাঁদের আবেদন মেনে নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালত জানিয়ে দেয় যে, এখন থেকে চ্যাহাল এবং ধনশ্রী আর স্বামী-স্ত্রী নন।

বেশ কিছু দিন ধরেই চ্যাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের একসঙ্গে তোলা ছবি সরিয়ে দিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে একে অপরকে আর ফলো করেন না চ্যাহাল এবং ধনশ্রী।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস