গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর এলাকা। গুলি – বোমাবাজিতে মৃত্যু হয়েছে স্থানীয় তৃণমূল নেতা শেখ নিয়ামুলের (Sheikh Niyamul)। পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক অনুমান পরিবারের। শুক্রবার রাতের এই ঘটনার পর থেকেই এলাকা থমথমে। সকালেও চলছে পুলিশই টহলদারি।

স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও কাজ থেকে বাইকে করে ফিরছিলেন নিয়ামুল। বড়রা গ্রামের গরিবপাড়া সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকান। বাইক থেকে নামিয়ে পাথর রড লাঠি দিয়ে তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ। গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান তিনি। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল নেতার বাইকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে (Siuri Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু নিয়ামুলের শারীরিক অবস্থার অবনতিতে দুর্গাপুরে স্থানান্তরের কথা বলেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে খবর। পারিবারিক শত্রুতার পাশাপাশি বালি খাদানের ভাগ বাটোয়ারা নিয়ে কোনও ঝামেলা কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–
