বন সংরক্ষণের বরাদ্দ নয়ছয়! উত্তরাখণ্ডের ডবল ইঞ্জিনের সরকারের দুর্নীতি ফাঁস CAG রিপোর্টে

বন সংরক্ষণের বরাদ্দ নয়ছয়! ফের ডবল ইঞ্জিনের সরকারের দুর্নীতি ফাঁস। এবার ঘটনাস্থল উত্তরাখণ্ড । বিজেপি (BJP) শাসিত রাজ্যে বন সংরক্ষণের (Forest) জন্য বরাদ্দ টাকা দিয়ে কেনা হচ্ছে আইফোন, ল্যাপটপ। সেটাও আবার ধরা পড়ছে ‘২১-‘২২ অর্থবর্ষের CAG-এর একটি রিপোর্টে। অভিযোগ, অনুমতি ছাড়াই বন, স্বাস্থ্য বিভাগ এবং শ্রমিক কল্যাণ বোর্ড সরকারি তহবিল ব্যবহার করেছে।

উত্তরাখণ্ড (Uttarakhand) বিধানসভাতেও চলছে বাজেট অধিবেশন। শুক্রবার, সেখানে বলা হয়, সরকারের অনুমতি ছাড়াই ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে শ্রমিক কল্যাণ বোর্ড ৬০৭ কোটি টাকা ব্যয় করেছে। এই সাংঘাতিক বেনিয়মের বিষয়টা কেন্দ্রীয় অডিটের সময় সামনে এসেছে। এমনকী বনভূমি (Forest) হস্তান্তরের নিয়মও লঙ্ঘন করেছে বলে বাজেট অধিবেশনে উল্লেখ করা হয়েছে।

ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভবন সংস্কার এবং আদালতের মামলার খরচ মেটানোর গুরুত্বপূর্ণ তহবিলের টাকা খরচ করা হয়েছে কুলার, ফ্রিজ, ল্যাপটপ কেনার জন্য। বাংলায় কোন খাতে কত খরচ, কোন তহবিলের টাকা কোথায় ব্যবহার হয়েছে- প্রশ্ন তুলে শোরগোল করে গেরুয়া শিবির। অথচ সেই বিজেপিশাসিত রাজ্যেই তহবিল নিয়ে বেনিয়ম-দুর্নীতির অভিযোগ।
আরও খবর: ঘর থেকে উদ্ধার আমলা-সহ তিনজনের দেহ! আত্মহত্যা না খুন, চাঞ্চল্য কেরলে 

এখানেই শেষ নয়, বনভূমি হস্তান্তরের দুর্নীতি হয়েছে বলে CAG-এর একটি রিপোর্টে উল্লেখ রয়েছে। রাস্তা, বিদ্যুৎ, জল সরবরাহ লাইন, রেলপথ এবং অফ-রোড লাইনের মতো বনায়ন বহির্ভূত কাজের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্র। অথচ বিভাগীয় বন কর্মকর্তার অনুমতির প্রয়োজন ছিল, তা নেওয়া হয়নি। ১৪ থেকে ২২-এর মধ্যে ৫২টি ক্ষেত্রে অনুমতি ছাড়াই কাজ হয়েছে।

অভিযোগ, রোপণ করা গাছের বেঁচে থাকার হারও কম বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। পরিসংখ্যান অনুযায়ী, ১৭-২২ সালে রোপিত গাছের বেঁচে থাকার হার ছিল মাত্র ৩৩ শতংশ। কিন্তু সেটি বাড়িয়ে ৬০-৬৫ শতাংশের দেখানো হয়। এই হল ডবল ইঞ্জিনের সরকারের নমুনা- কটাক্ষ বিরোধীদের। অথচ এই দুর্নীতি, বেনিয়ম নিয়ে মুখে কুলুপ বঙ্গ বিজেপির।