Tuesday, August 26, 2025

শহরে প্রাচীন গাড়ি দেখার সুযোগ, জমজমাট ভিন্টেজ কার-ক্লাসিক বাইক প্রদর্শনী

Date:

শীতের শহরে প্রাচীন গাড়ি দেখার সুযোগ, যেন ইতিহাসকে ছোঁয়ার হাতছানি। ২৩ ফেব্রুয়ারি , শহরের বুকে ভিন্টেজ কার(vintage car) এবং  ক্লাসিক বাইক প্রদর্শনী হল। হিন্দুস্তান ক্লাবে( hindustan club) সকাল ১০টা থেকে আয়োজিত হল গাড়ির প্রদর্শনী।

নতুন প্রজন্মের কাছে প্রাচীন গাড়িগুলির ইতিহাস তুলে ধরতে ভিন্টেজ গাড়ির মিউজিয়াম তৈরির দাবি জানিয়েছেন গাড়ির মালিকরা।রোশন্ত কারনানি ১৯৩৭ সালের রোলস রয়েস সযত্নে এখনও রক্ষনাবেক্ষণ করছেন, রাজেন্দ্রপ্রসাদের সেই গাড়ি নিয়ে বললেন তার কথা। এ বছর দু’ধরনের গাড়ি প্রদর্শনীতে অংশ নিয়েছে, ভিন্টেজ ও ক্লাসিক। ৪০টি গাড়ি এবং  ২২ টি বাইক অংশ নেয়। ভিন্টেজ কারের মধ্যে ছিল অ্যাডলার, রেনো, অস্টিন, রোলস রয়েস প্রভৃতি।

১৯১৩ এর স্টুয়ার। ১৯২৮ এর ম্যাগনিফিসেন্ট।১৯৩৫ এর রোলস রয়েস মার্কারি-8 অস্টিন a70 ফ্যান্টম, এডলার , ফোর্ড, এসেক্স super-6 আরও প্রায় ৪০ টি ছবির মতো গাড়ি।সঙ্গে কলকাতার একাধিক বনেদি রাজবাড়ির গাড়ি। যেগুলো সাধারণত রাস্তায় বেরোয় না। শোভা পায় বাড়ির গ‌্যারাজেই। গাড়ির দুনিয়ায় তাদের একজন ১৯৩৫ এর অস্টিনের মালিক। বললেন, মাঝেমধ্যে রাস্তায় গাড়িটা নিয়ে বেরোতে হয়। তাই এখনও চলছে।

জানা গিয়েছে, বর্তমানে কলকাতা শহরে ২০০টি ভিনটেজ গাড়ি রয়েছে।১৯৬৩ এর টু সিটার স্পোর্টস কারের মালিক রীতিমতো গর্বিত যে এই গাড়িটির প্রথম মালিক ছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ।এমনই একটি গাড়ির দেখা মিলল ১৯৩৫ এর ফোর্ড।এই গাড়িটি উত্তমকুমার চালিয়েছিলেন ‘শুধু একটি বছর’ সিনেমাতে।দেখা মিলল কাশিমবাজার রাজবাড়ির তিনটি গাড়ির।বর্তমান মালিক পল্লব রায় বললেন, গাড়িগুলোর প্রতি তার প্যাশনের কথা।১৯৫১ সালের একটি বাইকের দেখা পাওয়া গেল। বর্তমান মালিক মুবারক বললেন, আজও প্রত্যেকদিন ৭৪ বছরের এই বাইক নিয়ে তিনি কলকাতার রাস্তায় বের হন।সব মিলিয়ে শীতের আমেজ মেখে এদিনের এই ইতিহাস ছুঁয়ে দেখতে হাজির ছিলেন বহু মানুষ।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version