Tuesday, November 11, 2025

মরুদেশে ভারত- পাকিস্তান মহারণ, ক্রিকেট মহাযুদ্ধের আগে বাংলা জুড়ে পুজো- যজ্ঞ শুরু

Date:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ক্রিকেটপ্রেমীদের রবিবাসরীয় উন্মাদনার পারদ চড়ছে। দুবাইয়ে মুখোমুখি ভারত- পাকিস্তান (India vs Pakistan)। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) এবারের মহাযুদ্ধে নিউজিল্যান্ডের কাছে হেরে মানসিক চাপ নিয়ে মাঠে নামবেন পড়শী রাষ্ট্রের ক্রিকেটাররা। তুলনামূলকভাবে চনমনে দেখাচ্ছে রোহিত- শুভমনদের (Rohit Sharma Shubhman Gill)। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই ঈশ্বরের কাছে পুজো, প্রার্থনা আর যজ্ঞ দিয়েই ভারতের জয়ের কামনা শুরু বাংলায়। চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জ্বলে উঠতে পারবেন বিরাট (Virat Kohli)? রিজওয়ান – শাহিনদের বিরুদ্ধে চেনা মেজাজে দেখা যাবে রোহিতকে? হাওড়া, হুগলি, বীরভূম, উত্তর চব্বিশ পরগনার মতো জেলায় জেলায় ভারত- পাকিস্তান মহারণ শুরুর আগে এদিন সকাল থেকে চলছে পুজোপাঠ। টিম ইন্ডিয়ার ছবি আর দেশের পতাকা হাতে ক্রিকেটপ্রেমীদের ভিড় তারাপীঠ মন্দিরেও।

আইসিসি (ICC) টুর্নামেন্টে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। আট বছর পর ২০১৭ সালের পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত পাঁচবার দুই দল মুখোমুখি হয়েছে যার মধ্যে পাকিস্তান জিতেছে তিনবার, ভারত দুবার। একদিনের ক্রিকেটে (ODI match) মোট ১৩৫টি ম্যাচে ভারত জিতেছে ৫৭টি পাকিস্তান জিতেছে ৭৩। পাঁচটি অমীমাংসিত। ফলে এবারের লড়াইয়ে এই চেনা নার্ভের চাপ, হাইভোল্টেজ উন্মাদনা এবং একে অন্যকে টক্কর দেওয়ার স্টাইলিশ মেজাজ যে দুবাইয়ের মাঠে ধরা পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিটে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version