Sunday, May 4, 2025

এদের জামাকাপড় খুলে প্রকাশ্যে ঘোরানো হোক: পানাগড়-কাণ্ডে তোপ কুণালের

Date:

Share post:

পানাগড়ে ইভটিজারদের হাত থেকে বাঁচতে নৃত্যশিল্পীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, পানাগড়ে যা ঘটেছে তা অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত আপত্তিকর ঘটনা।নিশ্চিতভাবে যারা একজন মহিলাকে গাড়ি নিয়ে তাড়া করেছে, কটূক্তি করেছে, আতঙ্ক তৈরি করেছে তা মানা যায়না।একজন মহিলার প্রাণ গিয়েছে।ওই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত।পুলিশ প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলার কোনও যোগ নেই। অসংখ্য মহিলা প্রতিদিন রাস্তায় বের হন। পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ।কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো থামাতে হবে।পুলিশ এদের ঠিক খুঁজে বের করবে। অন্য রাজ্যে এমন ঘটনার কথা জানা যায়। কিন্তু আমাদের এখানে হবে কেন? আইন যেমন সাজা দেবে দিক। এরা বিকৃত মনস্ক।পুলিশের উচিত অভিযুক্তদের জামাকাপড় খুলে কোমরে দড়ি বেধে প্রকাশ্যে তাদের এলাকার রাস্তায় ঘোরানো।সমাজে এরা বিচ্ছিন্ন। অভিযুক্তদের রাস্তায় বের করে শাস্তি দিতেই হবে, তবেই আর কেউ এরকম অপরাধ করার সাহস পাবে না।আগের থেকে এখন অনেক বেশি মহিলা রাস্তায় বের হচ্ছেন।মহিলাদের নিরাপত্তা নেই, এই কথাটা ঠিক নয়।এখানে কর্মস্থলে কত মহিলা সসম্মানে কাজ করছেন।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বাবাকে ক্যান্সারে হারিয়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন চন্দননগরের নৃত্যশিল্পী(dancer) সুতন্দ্রা চট্টোপাধ্যায়।রবিবার নাচের অনুষ্ঠানের জন্যই চন্দননগর(chandannagar) থেকে ডান্স ট্রুপের সঙ্গীদের সঙ্গে বিহারের গয়ায় যাচ্ছিলেন সুতন্দ্রা। কিন্তু সেখানে আর পৌঁছনোই হল না। রাস্তায় ইভটিজারদের খপ্পরে পড়ে সম্মান বাঁচাতে গাড়ির দৌড়েই শেষ হল জীবন। মদ্যপ যুবকদের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল বছর ২৬-এর প্রতিভাবান তরুণীর। ইভটিজিং থেকে বাঁচতে জীবন দিয়ে দাম চোকালেন তিনি। প্রাণ চঞ্চল মেয়ের এমন পরিণতি মানতেই পারছেন না পাড়া প্রতিবেশীরা।

অভিযোগ, কাঁকসার বুদবুদ পেট্রোল পাম্প থেকে টানা ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা ধরে চলে চেজিং। তিন পুলিশ স্টেশন গলসি, বুদবুদ এবং কাঁকসা থানার আওতায় পড়ে ওই এলাকা। গোটা রাস্তা সুতন্দ্রাকে উদ্দেশ করে কটূক্তি করতে থাকে চার মদ্যপ যুবক। তরুণীর গাড়িকে ধাওয়া করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে তারা। গাড়ির গতি বাড়িয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, পানাগড়(panagarh) বাজারের রাইসমিল রোডের মুখে তাদের গাড়িটির রাস্তা আটকাতে যায় ইভটিজাররা। তাদের খপ্পর থেকে বাঁচতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন ভাড়া করা গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...