Tuesday, November 4, 2025

শিশু-সাক্ষীর বয়সের ন্যূনতম সীমা নেই, যোগ্য হলে বয়ান গ্রাহ্য: পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Date:

শিশুদের ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার বয়সের কোনও ন্যূনতম সীমা নেই। খুনের মামলার পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের পর্যবেক্ষণ, যে কোনও বয়সেই সাক্ষ্য দেওয়া যাবে। যোগ্য হলে তা গ্রহণও করতে হবে।

মধ্যপ্রদেশ স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীকে বেকসুর খালাস করে হাই কোর্টে। কারণ মামলায় সাত বছরের কন্যা বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিলেও তা গ্রহণ করেনি মধ্যপ্রদেশ হাই কোর্ট। মামলা গড়ায় শীর্ষ আদালতে। সেখানেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শিশুর (Child) সাক্ষ্যও উপযুক্ত বয়সের সাক্ষীর মতো সমান গুরুত্বপূর্ণ। কারও সাক্ষ্য বয়সের কারণে বাতিল করা যাবে না। শুধু সে সাক্ষ্য দেওয়ার যোগ্য কি না সেটা বিবেচ্য হবে।

শিশুদের সাক্ষ্য অনেক ক্ষেত্রেই গ্রহণ করা হয় না এই যুক্তিতে যে তাদের প্রভাবিত করা হতে পারে। শিশু (Child) প্রভাবিত হয়েছে কি না তা খতিয়ে দেখেই তার সাক্ষ্য গ্রহণ করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। এই মামলায় খুনের সময়ে সাত বছরের মেয়েটি তার মাকে খুন হতে দেখেছে।
আরও খবর: রক্ত দিলো কোকো, প্রাণ বাঁচল লিও-র! শহরে পোষ্যের সফল রক্তদান

সুপ্রিম কোর্টের মত, সাক্ষীর কত বয়স হবে তার কোনও নির্দিষ্ট নিয়ম ভারতীয় সংবিধানে  নেই। সেই কারণে কোনও মামলায় শিশু সাক্ষীর জবানবন্দিও গ্রহণ করতে হবে। বয়সের কারণে সেটি বাতিল করা যাবে না। মধ্যপ্রদেশ হাই কোর্টের (High Court) রায়কে এই বলে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। শিশু সাক্ষীর ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা দিয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version