Friday, July 4, 2025

রঞ্জিতে রোহিত-যশস্বীর খেলায় হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক, কী বললেন তিনি ?

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের ব্যর্থতার পর, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেটে খেলা ব্যদ্ধতা মুলুক করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মত একটি করে রঞ্জিট্রফির ম্যাচে নেমেছিল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। কিন্তু ম্যাচে নেমেও নজর কাড়তে রোহিতরা । আর এতেই কিছুটা হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল। তার মতে ঘোরোয়া ক্রিকেটে নজর দেওয়া উচিত ভারতীয় ক্রিকেটারদের। এই বছর রঞ্জিট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মুম্বই। বিদর্ভের বিরুদ্ধে হেরে। গ্রুপ পর্বে হারতে হয়েছিল জম্মু-কাশ্মীরের মতো দলের বিরুদ্ধে। যা মেনে নিতে পারছেন না সঞ্জয়।

এই নিয়ে মুম্বইয়ের মুখ্য নির্বাচক বলেন, “ রঞ্জি ট্রফিতে যে ভাবে ওরা খেলেছে, তা নিয়ে আমি হতাশ। টেস্ট খেলা ক্রিকেটারদের থেকে এমন আচরণ কাম্য নয়। আমাদের সিনিয়রেরা রঞ্জিতে যে রকম ভাবে খেলত, সেই মনোযোগ এখনকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দেখতে পাই না। দলে সই দেওয়ার জন্য যোগ দিলে, সেই ক্রিকেটারদের মানসিকতা বোঝা যায়। বিদর্ভ এবং মুম্বইয়ের সেমিফাইনালে এটা পার্থক্য গড়ে দেয়। জয়ের খিদেটাই দেখা যায়নি। রঞ্জির দ্বিতীয় পর্বে আমাদের দলে সেটার অভাব ছিল। নাম করা ক্রিকেটারদের নিয়ে আমি হতাশ। সূর্যকুমার যাদবকে মাথায় রেখেই কথাটা বলছি।“

রঞ্জিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। ওই ম্যাচটি খেলেছিলেন যশস্বী এবং শিবমও। তাঁরাও সে ভাবে রান করতে পারেননি। সঞ্জয় মনে করেন দলের মানসিকতাই পাল্টে গিয়েছিল রোহিতেরা যোগ দেওয়ায়। এই নিয়ে সঞ্জয় বলেন, “মুম্বই ক্রিকেট দলের একটা ঐতিহ্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটারেরা যোগ দিলে সেটা বৃদ্ধি পায়। কিন্তু এ বারে সেটা দেখা যায়নি। সংস্থার কাছে আমার অনুরোধ এটা যেন তারকা ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়। ভারতীয় দলের নির্বাচকদের নজর রাখা উচিত এই ক্রিকেটারদের খেলার দিকে। তারকা ক্রিকেটারেরা রঞ্জি দলে যোগ দিয়েছিলেন, খেলতে পারেননি। সেটা দলের খেলার উপর প্রভাব ফেলেছে।“

আরও পড়ুন- ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি সুবিধা পাচ্ছে, মত প্রাক্তন এই দুই ইংল্যান্ড ক্রিকেটারের

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version