রাজারহাটে বহুতল নির্মাণের সময় মাটিতে ধস: দমকল-পুলিশের তৎপরতায় উদ্ধার চাপা পড়া ২ শ্রমিক

কাজের সময় আচমকা ধস। রাজারহাটে মাটি চাপা (land collapse) পড়লেন দুই নির্মাণকর্মী। একজনকে প্রথম জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে অনেক খুঁজে উদ্ধার করেন দমকলকর্মীরা। বৃহস্পতিবার, বিকেলে ঘটনাটি ঘটেছে রাজারহাটের (Rajarhat) নাঙ্গলপোতা এলাকায়।

এদিন বিকেলে বহুতল নির্মাণের মাটি কাটার সময়ই আচমকা দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ-দমকল। স্থানীয় সূত্রের খবর, নাঙ্গলপোতায় ২১১ মেন রোডের পাশে একটি বেসরকারি বহুতল নির্মাণের কাজ চলছে। এদিন আচমকা মাটিতে ধস (land collapse) নামে। দুই শ্রমিক চাপা পড়ে যান। তাঁদের নাম শ্যাম মণ্ডল ও অভিজিৎ মণ্ডল। তাঁরা ভাঙড়ের সর্বমঙ্গলাপুর এলাকার বাসিন্দা। প্রথমে শ্যাম মণ্ডলকে উদ্ধার করা হয়। পরে অভিজিৎকেও উদ্ধার করে দমকল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজারহাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও খবরসকালে ট্রেন বন্ধের জের, বিকেলে ব্যান্ডেলের টিকিট কাউন্টারে ভাঙচুর: আক্রান্ত আরপিএফ

ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। বহুতল নির্মাণে কোনও অনিয়ম হচ্ছে কি না খতিয়ে দেখা হচ্ছে।