আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক। গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে হারিয়ে চলতি আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক করল লাল-হলুদ। আর লিগের শেষ বেলায় ইস্টবেঙ্গল এফসি জ্বলে ওঠায় যে সেরা ছয়ে পৌঁছনোর দৌড় বেশ জমে উঠেছে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। প্লে অফের শেষ দু’টি জায়গা দখলের জন্য লড়াই এখন মূলত চারটি দলের মধ্যে, যাদের মধ্যে ইস্টবেঙ্গলও রয়েছে। আর দলের এই লড়াইয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ।

এই নিয়ে ম্যাচ শেষে অস্কার বলেন, “শেষ দুই ম্যাচে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে দল। তিন সপ্তাহ আগেও দলের বাইরে অনেকে বলেছিলেন আমাদের সম্ভাবনা শূন্য শতাংশ। কিন্তু এখন দলের মধ্যে সবাই সেরা ছয়ে পৌঁছনোর স্বপ্ন দেখছে। সপ্তাহ দুয়েক আগেও আমরা ১১ নম্বরে ছিলাম। তবে আমাদের পারফরম্যান্স ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিল। আমরা অবশ্যই সেরা ছয়ে উঠতে চাই। সে জন্য অন্যান্য ম্যাচের ফলের ওপরও আমাদের নির্ভর করতে হবে। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আমরা। তা সত্ত্বেও আমরা প্লে অফে খেলার যোগ্যতা নাও পেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করলে সে জন্য আমরা অন্তত গর্বিত হতে পারব।”

শেষ মুহুর্তে জোড়া গোল। আর সেই হলে জয় নিশ্চিত। এই জয় নিয়ে অস্কার বলেন, “ আমাদের দলের খেলোয়াড়দের পারফরম্যান্স আমাকে অবাক করেছে। এই ম্যাচে ছন্দে ফিরে আসাটা কঠিন ছিল। বিশেষ করে প্রথমার্ধে। চার দিন আগেই ম্যাচ খেলেছি আমরা। তাই তরতাজা ভাবটা ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে সমর্থকেরা যে ভাবে আমাদের জন্য গলা ফাটিয়েছেন, তাতেই আমাদের ছেলেরা উজ্জীবিত হয়ে ওঠে এবং এর ফলেই ফারাকটা তৈরি হয়ে যায়। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে একটাই দলকে দেখা গিয়েছে এবং সেটা ইস্টবেঙ্গল।“

আরও পড়ুন- একক দক্ষতায় মেসি বৌলির গোল, আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
–

–

–

–

–

–

–
