Saturday, August 23, 2025

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত, দেওয়া হতে পারে বিশ্রাম : সূত্র

Date:

পরপর দু’ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে। ২ মার্চ গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। আর সেই ম্যাচে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর দু’দিন অনুশীলনে ছুটিতে ছিল টিম ইন্ডিয়া। বুধবার থেকে শুরু হয় অনুশীলন। আর সেই অনুশীলনেই রোহিতকে ফিট মনে হয়নি। ভারত অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাকিস্তান ম্যাচে। বুধবার রাতের অনুশীলনে রোহিতকে দেখে মনে হল, তিনি এখনও ফিট নন। ব্যাট করলেন না তিনি। আর সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ককে।

অনুশীলনের যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, বুধবার রাতে অনুশীলনের শুরুতে ফুটবল খেলা হলে তাতে অংশ নেননি রোহিত। কোনও কঠিন শারীরিক অনুশীলন করেননি ভারত অধিনায়ক। নেটে সতীর্থদের সঙ্গে থাকলেও বাইরে থেকেও গোটা বিষয়টি দেখেন রোহিত। এক ঘণ্টা পর তিনি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের অধীনে হালকা জগিং শুরু করেন। তবে পুরোপুরি ছন্দে দেখা যাচ্ছিল না ভারত অধিনায়ককে। তিনি থ্রোডাউনও নেননি। ব্যাট হাতে হালকা শ্যাডো প্র্যাকটিস করেন। পাশাপাশি কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে অনেক ক্ষণ আলোচনা করেন।

আগামী রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়মরক্ষার। আগামী মঙ্গলবার ভারতকে সেমিফাইনালে নামতে হবে। ভারত সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। তাই সেমিফাইনালের আগে রোহিতকে নিয়ে কোন তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে খুশি অস্কার, জানালেন পরবর্তী লক্ষ্যের কথা

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version