Monday, August 25, 2025

২০২৬-এর নির্বাচনে কোন পথে দল, নেতাজি ইন্ডোর থেকে তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা

Date:

বিরোধীদের লাগাতার কুৎসা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা। তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের উপর। ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ফের নানা অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। তার প্রতিরোধ কীভাবে, সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর (Netaji Indoor Stadium) থেকে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল থেকে সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি তুঙ্গে।

কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যের প্রশাসনের দিক থেকে তুলে দেওয়া পরিষেবা মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই। তা নিয়ে জনসংযোগ বাড়িয়ে আরও কীভাবে রাজ্যের সব মানুষকে তাঁদের ন্যায্য প্রাপ্যের কাছে নিয়ে আসা যায়, তা নিয়ে আবারও নেত্রীর বার্তা শুনবেন জেলা থেকে শহরের নেতৃত্ব।

ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কীভাবে নতুন মডিউল (module) তৈরি করে নির্বাচন কমিশনকে (Election Commission of India) দিয়ে ভুয়ো ভোটার ভরিয়ে দিচ্ছে বিজেপি, তা নিয়েও কী বার্তা দেবেন দলনেত্রী, অপেক্ষায় রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই ভুয়ো ভোটার (false voter) নিয়ে সরব হয়েছেন মমতা। এবার পথ নির্দেশ করবেন তিনি।

বিরোধীদের অপপ্রচার ঠেকাতে কীভাবে কাজ করবেন নেতৃত্ব, তা নিয়ে বার্তা দেবেন দলনেত্রী। নতুন কর্মসূচি নিয়েও বার্তা দেওয়ার অপেক্ষায় নেতৃত্ব। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলার (discipline) বিষয়টি নিয়েও বার্তার সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকেই দূর দূরান্তের জেলার নেতারা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোরে। যাঁরা আসতে পারেননি, তাঁদের জন্য গোটা বৈঠক অনলাইনে পরিবেশন হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তা যাতে তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে যায়, তারই প্রস্তুতি রাজ্য জুড়ে।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version