চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংরেজদের বিদায়ের পরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বাটলার। নিজের এই সিদ্ধান্তের কথা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন বাটলার। তবে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। লাগাতার ব্যর্থতায় হতাশ হয়েই এমন সিদ্ধান্ত। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-২০ অধিনায়কত্ব ছাড়ার কথা জানান বাটলার।

নিজের নেতৃত্ব ছাড়া নিয়ে এদিন বাটলার বলেন, “ সরে যাওয়ার জন্য এটাই আমার এবং দলের জন্য সেরা সময়।“ ইয়ন মর্গ্যান অবসর নেওয়ার পর ২০২২ সালের জুন মাসে সাদা বলের ক্রিকেটের জন্য বাটলারকে অধিনায়ক করে ইসিবি। সে বছর তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি এক দিনের ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ২৫টি হেরেছে। একটি ম্যাচের কোনও ফল হয়নি। পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন বাটলার। তবে শেষ ২১টি এক দিনের ম্যাচের ১৫টিতে হেরেছে ইংল্যান্ড। তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচও। এরমধ্যে আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছে ইংল্যান্ড। তার আগে ভারতের কাছে ০-৩ ব্যবধানে একদিনের সিরি্জ এবং ১-৪ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য অশ্বিনের

–

–

–

–

–

–

–

–
