Sunday, November 2, 2025

ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ের পরিকল্পনা রুখে দিল আমেরিকার আদালত

Date:

আমেরিকায় গণহারে কর্মীছাঁটাই আটকে দিল আদালত। ক্ষমতায় আসার পর থেকেই সরকারি দফতরে কর্মীসংখ্যা কমাতে উদ্যোগী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁকে সমর্থন করেছেন এলন মাস্ক (Elon Musk)। কিন্তু দুই কর্তার পরিকল্পনা আপাতত আটকে দিল আমেরিকার আদালত। সম্প্রতি হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে আমেরিকার সমস্ত সরকারি কর্মীদের মেইল করে বলা হয় এক সপ্তাহের কাজের হিসাব দু’দিনের মধ্যে জমা দিতে হবে কর্মীদের। সেটা না হলে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। এরপরই ক্ষোভ বাড়তে থাকে মার্কিন মুলুকের সরকারি কর্মীদের মধ্যে। এবার সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন বলে জানা যাচ্ছে।

ফেডারেলে কর্মীসংখ্যা কমানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। আমেরিকা সরকারের বাড়তি খরচ কমাতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। ট্রাম্পের দফতরের এই নির্দেশ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে কর্মীদের মধ্যে। চাকরি হারানোর অনিশ্চয়তা তৈরি হয়। কর্মী ব্যবস্থাপনা দফতরের ইমেল পাওয়ার পর আমেরিকার বিভিন্ন সরকারি দফতরের প্রধানেরাই কর্মীদের মেইলের জবাব দিতে বারন করেন। এরপর থেকেই শুরু হয় ছাঁটাই। বিভিন্ন দফতর থেকে কয়েক হাজার শিক্ষানবিশ কর্মীকে চাকরি হারাতে হয় বলে অভিযোগ। মামলা গড়ায় আদালতে। বিচারক উইলিয়াম অ্যালসুপ জানান, আমেরিকার সরকারি কর্মীদের নিয়োগ এবং ছাঁটাইয়ের অধিকার রয়েছে কেবল সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর এই সিদ্ধান্ত নিতে পারে না। তাই আপাতত ওই নির্দেশ প্রত্যাহার করতে হবে।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version