দুরারোগ্য ক্যানসারকেও তাঁরা হার মানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ মাতালেন সেই মৃত্যুঞ্জয়ী পিউ জানা, সৌরিক ভট্টাচার্যরা। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ক্যানসার উইং-এর প্রধান ডাঃ দীপশিখা মাইতি জানান, আটমাস ধরে চিকিৎসা চলছে উত্তরবঙ্গের সৌরিকের। হাওড়ার পিউয়ের চিকিৎসা চলছে একবছর ধরে। দু’জনেই রক্তের ক্যানসার, লিউকেমিয়ায় আক্রান্ত। শুক্রবার সাঁঝবেলায় দুই খুদের পরিবেশনা মুগ্ধ করল উপস্থিত সকলকে। একজন লোকগীতির সঙ্গে নাচ করল। অন্যজন আবৃত্তি।

শুক্রবার দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে বিশ্ব বিরল রোগ দিবসে মৃণালিনী ক্যানসার রিসার্চ সেন্টার ও নিবেদিতা স্কুল ফর স্পেশাল চিল্ড্রেন ‘শাইনিং টুগেদার’-এর আয়োজন করে। অসুখে যেন নষ্ট না হয় স্বাভাবিক জীবন ছন্দ। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৪০ শিশু। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, বিধায়ক-মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্রিয়দর্শিনী হাকিম প্রমুখ।

আরও পড়ুন- স্ত্রী-বউদিকে কীভাবে খুন? পুলিশি জেরায় স্বীকার প্রসূনের

_
_

_

_

_

_

_

_
