চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। তবে এই টুর্নামেন্ট শুরু আগে থেকে চলছে একটি জল্পনা । কাকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা উচিত ঋষভ পন্থ নাকি কে এল রাহুল? ক্রিকেট মহলের একাংশেও এই নিয়ে চলছে বিতর্ক। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখতে। চোট সারিয়ে মাঠে ফেরার পর মাত্র একটি একদিনের ম্যাচ খেলেছেন পন্থ। তাও গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অপর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলেছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রাহুলের উপরই ভরসা রেখেছেন কোচ গৌতম গম্ভীর।

এই নিয়ে টিম ইন্ডিয়ার সহকারী কোচ বলেন, “ খেলার সুযোগ না পাওয়া পন্থের জন্য খুব কঠিন ব্যাপার। কিন্তু এই পর্যায়ের ক্রিকেটে এমন পরিস্থিতি হয়। রাহুল ভালই খেলছে। ব্যাট করার তেমন সুযোগ রাহুলও পাচ্ছে না। ব্যাটিং অর্ডারের ছয় বা সাত নম্বরে খেলছে। এই জায়গায় ঠিক মতো সুযোগ পাওয়া কঠিন।’’ এরপরই তিনি যোগ করেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দারুণ পারফর্ম করেছিল রাহুল। বাংলাদেশের বিরুদ্ধেও শেষ দিকে গুরুত্বপূর্ণ কিছু রান করেছে। তবে পন্থকে তৈরি রাখা হয়েছে। প্রতিদিন দৌড়চ্ছে। যে কোনও সময় ওকে দরকার হতেই পারে। দলে দু’জন উইকেটরক্ষক থাকা সব সময় ভাল।“

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের সময় পন্থকে প্রথম উইকেটরক্ষক হিসাবে নির্বাচন করেন প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে ইংল্যন্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পর গম্ভীর জানান, উইকেটের পিছনে রাহুলই তাঁর প্রথম পছন্দ। সেই মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের পিছনে দেখা যাচ্ছে রাহুলকেই।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি বিশ্রামে রোহিত ? মুখ খুললেন রাহুল
–

–

–

–

–

–

–
