Wednesday, November 12, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে অভিযান! ভুতুড়ে ভোটার ধরতে তালিকার স্ক্রুটিনি উত্তরজুড়ে

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুড়ে ভোটার খুঁজে বের করতে অভিযানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। জেলায় জেলায় ভোটার তালিকার স্ক্রুটিনি শুরু হয়েছে। এলাকা ধরে ধরে চলছে খোঁজ। তালিকা হাতে নিয়ে তৃমমূল কংগ্রেসের নেতা কর্মীরা খতিয়ে দখছেন। আসরে নেমেছেন সাংসদ এবং বিধায়করাও। এই বিষয়ে চলছে কর্মীসভা ও বৈঠকও।

রবিবার মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচিহার, আলিপুরদুয়ারে কোথাও তালিকা হাতে নিয়ে নেতা কর্মীরা পৌঁছে গেলেন এলাকার ভোটারদের বাড়িতে, কোথাও আবার হল বৈঠক ও সভাও।

মালদহে ভুয়ো ভোটার খুঁজতে আসরে মন্ত্রী তাজমুল হোসেন। এদিন তিনি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে বেড়ান। দলীয় কর্মীদের নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে যান। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের এপিক কার্ডের নাম, ঠিকানা, নম্বর এসব খতিয়ে দেখেন।

কোচবিহারে ভুতুরে ভোটারের খোঁজে সিতাই বাজারে জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সিতাই বাজার এলাকায় বিভিন্ন দোকানে ও বাড়িতে গিয়ে এলাকাবাসীর ভোটার কার্ডের এপিক নম্বর খতিয়ে দেখেন সাংসদ। এদিকে নাটাবাড়ি বিধানসভার ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের বাড়ির উঠোনে বসে ভোটার তালিকার নাম ও এপিক নম্বর অনলাইনে যাচাই করে দেখেন রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায়।

দিনহাটায় এদিনও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে এপিক নম্বর খতিয়ে দেখেছেন ভূতুড়ে ভোটারের খোঁজ নিতে৷ মাথাভাঙার বিভিন্ন এলাকায় গিয়ে জনসংযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারী৷ শিলিগুড়ির রাজগঞ্জে ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ করছেন বিধায়ক খগেশ্বর রায়। বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকায় স্ক্রুটিনি করতে দেখা গেল বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার ও অরিন্দম বন্দ্যোাপাধ্যায়।

আরও পড়ুন- অতি-বামের দোষ ঢাকতে পথে বাম নেতারা! কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version