আরজি কাণ্ডের তদন্তে নতুন মোড়। সম্প্রতি সিবিআই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যা এই মামলার প্রক্রিয়ায় নয়া পদক্ষেপ।আরজি কর হাসপাতালে ঘটনার দিন কর্তব্যরত ১১ জন পুলিশ কর্মীকে তলব করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। সোমবার এবং মঙ্গলবার, এই পুলিশ কর্মীদের সিবিআই দফতরে তলব করা হয়েছে। সিবিআইয়ের কর্তারা এই পুলিশ কর্মীদের থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান, যাতে তদন্তের ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়।

টালা থানার ওই ১১ জন পুলিশকর্মীর মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর, সহকারী সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবলরা। তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার দাবি, ঘটনার দিন আরজি কর হাসপাতাল চত্বরে এবং টালা থানার ফাঁড়িতে যারা কর্তব্যরত ছিলেন, তাদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাদের কাছ থেকে সেই সময়ের পরিস্থিতি, পুলিশের ভূমিকা এবং অভিযুক্তদের সঙ্গে তাদের কথোপকথন সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে সিবিআই।

এই সপ্তাহেই আরজি কর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারে সিবিআই। তার আগেই এই ১১ জন পুলিশকর্মীর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, ঘটনার সময় তারা কোথায় ছিলেন, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কীভাবে নারকীয় ঘটনা ঘটেছিল, আরজিকর হাসপাতালে নিরাপত্তার ঘাটতি কি না, এবং পুলিশের ভূমিকা কেমন ছিল।এই তদন্তের মাধ্যমে মামলার নতুন দিক স্পষ্ট হতে পারে বলে আশা করছেন সিবিআইয়ের কর্মকর্তারা।এখনও পর্যন্ত এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তিলোত্তমার পরিবার বিচার চাইছেন, তবে তদন্তের প্রক্রিয়া কেমন চলবে, সেটা শুধুমাত্র সময়ই বলতে পারবে। সিবিআই ও পুলিশের কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন, যা এই ঘটনার প্রকৃত রূপ তুলে ধরতে সহায়ক হবে।

–

–

–

–

–

–

–

–

–
–