অবশেষে স্বস্তি সুশীলের, খু.নের মামলায় জামিন পেলেন তিনি

জানা যাচ্ছে, গত বছরের জুলাই মাসে সুশীল কুমারের জামিনের আর্জি খারিজ করে দিল্লির নিম্ন আদালত।

অবশেষে স্বস্তি ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের। খুনের মামলায় জামিন পেলেন তিনি। মঙ্গলবার তাঁকে জামিন দিল দিল্লি হাই কোর্ট। জুনিয়র কুস্তিগির সাগর ধনকড়কে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন সুশীল। প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে বন্দি ছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী।

জানা যাচ্ছে, গত বছরের জুলাই মাসে সুশীল কুমারের জামিনের আর্জি খারিজ করে দিল্লির নিম্ন আদালত। সেই রায়ের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টে আবেদন করেন সুশীলের আইনজীবী। তাঁর দাবি ছিল, এতদিন ধরে ২২২ জন সাক্ষীর মধ্যে মাত্র ৩১ জনকে ডেকে বয়ান রেকর্ড করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, মামলার প্রধান সাক্ষীও সুশীলকে চিহ্নিত করতে পারেনি। এছাড়াও যানা যাচ্ছে, ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে সুশীলের জামিন মঞ্জুর করেছে আদালত। দীর্ঘ সাড়ে তিন বছর জেলে ছিলেন তারকা এই কুস্তিগির।

অভিযোগ ২০২১ সালের ৪মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগরকে খুন করেন সুশীল। ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য অভিযুক্তদের মতে, তারকা কুস্তিগিরের কথাতেই সাগরকে মারধর করা হয়েছিল। ঘটনার দশদিন পরে সুশীলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কিছুদিনের জন্য সুশীলকে পুলিশি হেফাজতে রাখা হলেও পরবর্তীকালে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ২০২২ সালের অক্টোবর মাসে খুনের মামলায় চার্জ গঠন হয় ভারতীয় কুস্তিগিরের বিরুদ্ধে।

আরও পড়ুন- সেমিতে অজিদের হারাতে রোহিতকে বিশেষ মন্ত্র গাভাস্কর-শাস্ত্রীর