ইন্দ্রানুজ কি আদৌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তথ্য দিয়ে প্রশ্ন তৃণাঙ্কুরের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রীর উপর হামলা চালাতে গিয়ে গাড়ির তলায় পড়েছিলেন অতি বাম ছাত্রনেতা ইন্দ্রানুজ রায়। কিন্তু সেই ‘বিপ্লবী’ মাকু আদৌও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো? প্রশ্ন তুলল তৃণমূল ছাত্র পরিষদ। এক্স হ্যান্ডেলে তথ্য তুলে ধরেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)।

তৃণাঙ্কুরের (Trinankur Bhattacharya) দাবি, ইন্দ্রানুজ রায় স্কটিশ চার্চ কলেজের ছাত্র। অন্তত ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত এটাই ছিল ইন্দ্রানুজের পরিচয়। গত বছরের জানুয়ারিতে স্কটিশ চার্চে তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও দিয়েছিল ইন্দ্রানুজ। পরীক্ষার্থীদের তালিকায় তার নামও রয়েছে। তাহলে সে কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে?
আরও খবর: গাড়ি চাপার ভিডিও কোথায়? বামেদের মিথ্যাচারের পাল্টা ৫ চ্যালেঞ্জ দেবাংশুর

স্কটিশ চার্চের বিজ্ঞান বিভাগের স্নাতকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের তালিকায় জ্বলজ্বল করছে ইন্দ্রানুজ রায়ের নাম। সেই তালিকার ছবি পোস্ট করে তৃণাঙ্কুর ভট্টাচার্য এক্স মাধ্যমে লিখেছেন, ইন্দ্রানুজ রায় কি এখনও স্কটিশ চার্চ কলেজের ছাত্র? তাহলে তিনি কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন? তাহলে তিনি কি একই সঙ্গে দুটি বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত? এটা বেআইনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তিনি কি তথ্য গোপন করেছিলেন? সে প্রশ্নও তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।