Saturday, November 15, 2025

উত্তর ২৪ পরগনার পলতার তৃণমূল নেতা হান্নান গাজির (Hannan Gazi) মৃত্যুর ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে গ্রেফতার করলো পুলিশ। আইএনটিটিইউসির (INTTUC) সভাপতিকে প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়, তারপর রাস্তায় ফেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবেই হান্নানকে টার্গেট করে এই আক্রমণ করা হয়েছিল। এরপরই তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে আটক করে মালিককে জিজ্ঞাসা করতে শুরু করে পুলিশ। সেখান থেকে অভিযুক্ত তিনজনের নাম উঠে আসে এবং তাঁদের থানায় (Palta Police) ডেকে পাঠানো হয়। দুজন পালিয়ে গেলেও বাকি একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বারাকপুরের (Barrackpore) শ্রীপল্লি কালীয়ানী নিবাস এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন হান্নান। পলতার তৃণমূলের (TMC) অটো ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন। সেখানেই রেল স্টেশনের কাছেই তাঁর একটি গ্যারাজও রয়েছে। শুক্রবার আনুমানিক রাত দেড়টা নাগাদ তিনি গ্যারাজ বন্ধ করে হেঁটে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। এরপর তৃণমূল নেতা মাটিতে পড়ে গেলে তাঁকে রাস্তাতে বেধরক মারধর করা হয়। ঘটনাস্থলেই হান্নানের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী অভিষেক নন্দী (Avishek Nandi) ঘটনার দিনের বিবরণ দিতে গিয়ে জানিয়ে ছিলেন যে এটা মোটেই অনিচ্ছাকৃত কোনও দুর্ঘটনা নয়। মৃতের পরিবারের তরফ থেকেও খুনের অভিযোগ করা হয়েছিল। তদন্ত নেমে একজনকে গ্রেফতার করল বারাকপুর পুলিশ কমিশনারেট।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version