Thursday, August 21, 2025

সেবশ্রয়ে ডায়মন্ড হারবারের ‘ঘরের ছেলে’ অভিষেক, মহেশতলায় আপ্লুত ৮ থেকে ৮০

Date:

চিকিৎসা পরিষেবাকে নিজের লোকসভা কেন্দ্রের মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার জুড়ে চলা এই স্বাস্থ্য শিবিরগুলিতে নিজে পরিদর্শন করছেন অভিষেক। সেবাশ্রয়-এর বাইরে চিকিৎসার প্রয়োজন হলে, সেই ব্যবস্থাও করছেন তিনি। বুধবার ,সকালে চক চাঁন্দুল রথতলা ও বাটা নিউল্যান্ড মাঠের সেবাশ্রয় শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। কথা বলেন উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অভিষেককে কাছে পেয়ে আপ্লুত সবাই।

২৭ ফেব্রুয়ারি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (TMC) মেগা সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে ৭ লক্ষের বেশি ভোটে জেতার পর তিনি তিন মাস ঘুমোতে পারেননি এটা ভেবে যে এর প্রতিদানে তিনি কী করতে পারেন! এর পরেই সেবাশ্রয়-এর পরিকল্পনা করেন তিনি। সাফল্যের সঙ্গে চলছে এই স্বাস্থ্য শিবির। মাঝে মধ্যেই সেই স্বাস্থ্য শিবির কাজ খতিয়ে দেখছেন স্বয়ং সাংসদ। রোগীদের স্বার্থে করছেন জরুরি পদক্ষেপ।

অভিষেককে (Abhishek Banerjee) হাতের নাগালে পেয়ে নানা কথা জানাচ্ছেন স্থানীয়রা। তিনি এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে। এদিন মহেশতলায় পৌঁছনো মাত্রই সাংসদ অভিষেককে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনিও স্বমহিমায় মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। খোঁজ নেন তাঁদের স্বাস্থ্যের, সুবিধা-অসুবিধার।

মহেশতলায় সেবাশ্রয়ের শিবিরে অভিষেককে দেখতে জনতার ঢল নামে। সাংসদকে কাছে পেয়ে আবেগাপ্লুত আট থেকে আশি। সেবাশ্রয় শিবিরে তাঁকে ঘিরে জনতার উন্মাদনা ছিল নজরকাড়া। নিজেদের সুবিধা-অসুবিধার কথাও তাঁরা ভাগ করে নেন অভিষেকের সঙ্গে। 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version