Sunday, August 24, 2025

কী হয়েছিল অভিশপ্ত রাতে? সঠিক তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ সুতন্দ্রার মা

Date:

মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় (Tanushree Chatterjee)। বুধবার, হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে আবেদন করেন। তাঁকে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার, নৃত্যশিল্পী সুতন্দ্রা। তাঁর গাড়ির চালক-সহ সহযাত্রীদের অভিযোগ ছিল, একটি সাদা গাড়ি করে কয়েকজন মত্ত যুবক তাঁদের নীল গাড়িটিকে তাড়া করে। বার বার ধাক্কা দেন। তার জেরেই গাড়ি উল্টে মৃত্যু হয় নৃত্যশিল্পীর। কিন্তু পুলিশের দেওয়া  সিসিক্যামেরা ফুটেজে দেখা যায়, সাদা গাড়িকেই তীব্র বেগে তাড়া করছিল সুতন্দ্রাদের গাড়ি। এই ফুটেজ প্রকাশ করার পরেই ফের বয়ান বদল করেন সুতন্দ্রার গাড়িচালক রাজদেও। বলেন, ম্যাডামের কথাতেই তীব্র বেগে গাড়ি ছুটিয়েছিলেন। তার জেরেই দুর্ঘটনা। প্রথম থেকেই ‘ইভটিজিং’-এর তথ্য খারিজ করে পুলিশ। রেষারেষির কারণেই গাড়ি দুর্ঘটনা বলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করেন পুলিশ সুপার। বার বার বয়ান বদল করায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের (Tanushree Chatterjee) দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রাজদেওকে গ্রেফতার করে পুলিশ।
আর খবরহাই কোর্টে রাজ্যপালের দায়ের করা মামলায় আইনজীবী বদল, মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন কল্যাণ

পানাগড়ে জাতীয় সড়কে নৃত্যশিল্পীর মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। কী ঘটেছিল ২৪ ফেব্রুয়ারি রাতে? ইভটিজিং নাকি রেষারেষি? কে বা কারা দায়ী? জানতে চান সন্তানহারা তনুশ্রী। নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version