Friday, November 14, 2025

আয়কর ফাঁকি খুঁজতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি! কেন্দ্রের চক্রান্তে সরব বিরোধীরা

Date:

নতুন আয়কর বিলের মাধ্যমে ফের আমজনতার উপরে নজরদারির পরিকল্পনা করছে মোদি সরকার৷ কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন আয়কর বিলে বিভাগীয় আধিকারিকদের প্রভূত ক্ষমতা প্রদান করা হয়েছে, যেখানে কোনও একজন ব্যক্তির ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার একাউন্ট, ডি ম্যাট একাউন্ট, এমনকি ইমেলেও নজরদারি চালাতে পারবেন তাঁরা৷ আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তার তদন্ত করার সময়েই এই অধিকার পাবেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা, সাফ জানানো হয়েছে নতুন আয়কর বিলে৷

উল্লেখ্য, আয়কর ফাঁকির তল্লাশির নামে মোদি সরকারের ঘৃণ্য অভিপ্রায় সামনে আসার পরেই প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিরোধী শিবির৷ নতুন আয়কর বিলের নামে দেশের আমজনতার ব্যাক্তিস্বাধীনতার উপরে নজরদারির এই উদ্যোগকে কোনওভাবেই সমর্থন জানানো হবে না, সাফ দাবি জাননো হয়েছে বিরোধী শিবিরের তরফে৷

সংসদীয় সূত্রের দাবি, বৃহষ্পতি ও শুক্রবার নতুন আয়কর বিল পর্যালোচনার জন্য দিল্লিতে আয়োজিত হবে প্রথম সিলেক্ট কমিটির বৈঠক৷ এই বৈঠকেই বিরোধী শিবিরের সাংসদরা নতুন আয়কর বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে পারেন৷ দেশের শীর্ষ আদালত যখন গোপনীয়তার অধিকারকে মৌলিক সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে, তখন কিভাবে মোদি সরকার আয়কর ফাঁকির তল্লাশির নামে আমজনতার ব্যক্তিগত জীবনে হানা দিতে পারে, প্রশ্ন তুলতে পারেন বিরোধী শিবিরের সাংসদরা৷ বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন এই সিলেক্ট কমিটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷ সূত্রের দাবি, বৃহষ্পতিবারের সিলেক্ট কমিটির বৈঠকে প্রথমে নতুন আয়কর বিল নিয়ে তাদের প্রেজেন্টেশন দিতে পারে বণিকসভা ফিকি এবং সিআইআই৷ এই আয়কর বিলের পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত সিলেক্ট কমিটি কি পদক্ষেপ করে, সেদিকেই লক্ষ রাখছেন তাঁরা, বুধবার নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷

আরও পড়ুন- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ভাবনা রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version