Friday, November 14, 2025

ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপারজায়ান্ট ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, আগামী ৬ এপ্রিল ওই ম্যাচ আদৌ কলকাতায় করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের দেওয়া চিঠিতে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। যদিও দুই দলই এখনও আশাবাদী, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ই নাইটদের ম্যাচ আয়োজন করা যাবে।

আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচে ইডেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুখোমুখি হবে নাইটরা। শুধুমাত্র ৬ এপ্রিল ইডেনে লখনউ বনাম কলকাতা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। আসলে ওই দিন রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোবে রামনবমী উপলক্ষে। শুধুমাতত্র তাই নয়, অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও আছে। তাই কলকাতা পুলিশ সতর্ক। রামনবমীর দিন ইডেনের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই সিএবিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে পুলিশ। এরপরই ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

কেকেআর এখনও ৬ এপ্রিল লখনউ ম্যাচ ইডেনেই করার ব্যাপারে আশাবাদী। তাদের তরফে বলা হচ্ছে, ৬ এপ্রিলের ম্যাচ দুপুর ৩টে থেকে শুরু হয়ে সন্ধের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ফলে বেশি রাত পর্যন্ত ঝামেলা থাকবে না। তাছাড়া রামনবমীতে আর যাই হোক, দুর্গাপুজো বা কালীপুজোর মতো গোটা শহর উৎসবে মেতে ওঠে না। ফলে নিরাপত্তা নিয়ে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। কেকেআর লখনউ ম্যাচ ইডেনে সূচি মেনে করতে চায় তারা। সিএবি এবং কেকেআরের তরফে পুলিশের উপরমহলে নিজেদের যুক্তি তারা পুলিশের কাছে তুলে ধরতে চান।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version