লন্ডনে ভারতের জাতীয় পতাকার অবমাননা, বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপরে হামলার চেষ্টা খালিস্তানিদের

বিদেশ সফরে গিয়ে লন্ডনে হামলার মুখে পড়লেন এস জয়শঙ্কর (S Jaishankar)। ভারতের বিদেশমন্ত্রীর (External Minister) গাড়ির সামনেই তেরঙ্গা পতাকা দেখিয়ে বিক্ষোভ খালিস্তানি সমর্থকদের। শুধু তাই নয়, মন্ত্রীর সামনেই দেশের জাতীয় পতাকা (National Flag) ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সেই ভিডিও (এর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আগামী ৯ মার্চ পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রী ব্রিটেন সফরে রয়েছেন। জয়শঙ্কর চাথাম হাউসে একটি বৈঠক করছিলেন। বুধবার যখন এই ঘটনা ঘটে তখন তিনি সে দেশের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন। সেইসময় বাইরে খালিস্তানি সমর্থকরা ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে। এরপর ভারতের বিদেশমন্ত্রী বৈঠক সেরে বাইরে বেরিয়ে এলে এক খালিস্তানি সমর্থক ছুটে যায় তাঁর কনভয়ের দিকে। বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও কয়েক মুহূর্ত হকচকিয়ে যান। পরিস্থিতির সামাল দিতে পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে দেয়। এরপরই খালিস্তানিরা ভারতের জাতীয় পতাকা ছিড়ে ফেলে বলে ভাইরাল ভিডিওতে দেখা গেছে। এস জয়শঙ্করের (S Jaishankar) অনুষ্ঠানস্থলের বাইরে এমন ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।