Saturday, August 23, 2025

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্ন ফাঁসের (question leak) ভুয়া ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে এক ফেসবুক অ্যাকাউন্ট (Facebook account) হোল্ডারের বিরুদ্ধে সাইবার শাখায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। অভিযোগ প্রশ্ন ফাঁসের টোপ দিয়ে পয়সা রোজগারের জালিয়াতি চালাচ্ছিল ওই অ্যাকাউন্ট হোল্ডার। সেই সঙ্গে প্রশ্নফাঁসের সব অভিযোগই মিথ্যা বলে স্পষ্ট দাবি করা হয়েছে সংসদ (West Bengal Council for Higher Secondary Education)।

সংসদের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অনুভব মাইতি নামে এক ফেসবুক অ্যাকাউন্ট (Facebook account) হোল্ডার উচ্চ মাধ্যমিকের বাংলা ও ইংরেজি পরীক্ষার দিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে দাবি করেছিলেন এই দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (Question leak) হয়েছে। সেইসঙ্গে দুই পরীক্ষার প্রশ্নের স্ক্রিনশট দেওয়া হয়। সংসদের দাবি, আদতে সেই স্ক্রিনশট উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) আসল পরীক্ষার প্রশ্নপত্রেরই নয়।

এরপর পদার্থবিদ্যা পরীক্ষার আগে দাবি করা হয়, উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) পদার্থবিদ্যার প্রশ্নপত্র ফাঁস (question leak) হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, বলে দাবি করা হয় অনুভব মাইতির অ্যাকাউন্ট থেকে। সংসদের দাবি পদার্থবিদ্যার কোন প্রশ্নপত্রই ফাঁস হয়নি। বরং ৭ মার্চ পদার্থবিদ্যার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রশ্নপত্র ফাঁসের (question leak) ভুয়ো দাবি ও টাকার বিনিময়ে প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগ দায়ের হয়েছে অনুভব মাইতি নামের অ্যাকাউন্টের বিরুদ্ধে। বিধান নগর সাইবার ক্রাইম শাখায় এই অভিযোগ দায়ের করেন সংসদের সম্পাদক প্রিয়দর্শনী মল্লিক।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version