Sunday, November 2, 2025

কোন পিচে হচ্ছে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ? জানাল আইসিসি

Date:

আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। দুবাইতে ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। কোন পিচে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণ? জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে যে পিচ ব্যবহার হয়েছিল, সেই পিচে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এমনটাই জানাল আইসিসি।

জানা যাচ্ছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট আছে ১০টি পিচ। এর মধ্যে চারটি পিচ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাছা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে এই পিচগুলিতে আগে থেকেই আইএল টি-টোয়েন্টির খেলা বন্ধ রাখা হয়। এবার যে চারটি পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলার কথা ছিল, ভারতের চারটি ম্যাচ সেই চারটি পিচেই হয়েছে। ফলে ফাইনালের জন্য আগে ব্যবহৃত ব্যবহার ছাড়া উপায় ছিল না। এছাড়াও জানা যাচ্ছে, গত দু’সপ্তাহ কোনও খেলা হয়নি এই পিচটিতে। পরিচর্যায় সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা।

এই নিয়ে আইসিসির এক কর্তা বলেন, ‘‘ফাইনালের পিচ একদম নতুন নয়। তবে ১৪ দিন সময় পাওয়া গিয়েছে শেষ এক দিনের ম্যাচ হওয়ার পর। এই সময়ের মধ্যে পিচের ক্ষত সারিয়ে আবার নতুন করে তোলা যায়। যেমন ভারত-বাংলাদেশ ম্যাচের পিচও নতুন ছিল না। ২০ ফেব্রুয়ারির ম্যাচের ১৪ দিন আগে ওই পিচে আইএলটি২০র ম্যাচ হয়েছিল। একাধিক বার ব্যবহার হওয়ায় সেই পিচটিকে ফাইনালের জন্য বিবেচনা করা হয়নি। প্রথম থেকেই মাঠকর্মীরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে। পিচের পাশাপাশি আউটফিল্ডেরও নিয়মিত যত্ন করা হয়েছে।“

এই পিচে খেলেছে ভারত। সেই ম্যাচে জয়ও পেয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের প্রশংসায় গম্ভীর, কী বললেন তিনি ?

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version