ভারত-নিউজিল্যান্ড ম্যাচে চ্যাহালের সঙ্গে রহস্যময়ী নারী, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ফের শিরোনামে যুজবেন্দ্র চ্যাহাল। সম্প্রতি স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে খবর। আর এর বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেল গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করছিলেন ভারতীয় স্পিনার । সঙ্গে এক রহস্যময়ী নারী। যেই ছবি ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। কৌতূহল তুঙ্গে নেটিজেনদের। প্রশ্ন একটাই কে এই তরুণী?

দুবাইতে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। আর সেই ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে খেলা দেখছেন চ্যাহাল। পাশে এক তরুণী। এরপর শুরু হয়ে যায় নেটিজেনদের কৌতুহল। প্রশ্ন জাগে কে এই নারী? জানা যাচ্ছে, চ্যাহালের সঙ্গে বসে খেলা দেখছেন আরজে মাহভাশ। দিল্লির এই রেডিও জকি যথেষ্ট পরিচিতি । কয়েক দিন আগে একসঙ্গে দুজনের ছবি ভাইরাল হয়েছিল। তখন অবশ্য সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মাহভাশ।

উল্লেখ্য, জল্পনা বিবাহ বিচ্ছেদ হয়েছে চ্যাহাল-ধনশ্রীর।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে কিউইদের রান ৭ উইকেট হারিয়ে ২৫১