Thursday, November 6, 2025

দেনার দায়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে মনস্তত্ত্ববিদদেরও। তবে সুদখোরদের নিয়ন্ত্রণে উপযুক্ত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে তৎপর রাজ্য প্রশাসনও। যদিও গ্রামীণ এলাকায় সুদের হার (interest rate) এক একটি ক্ষেত্রে এত চড়া, যা মৃত্যুর মুখে সাধারণ মানুষকে ঠেলে দিতে কোনও কসুর করছে না। এবার নদিয়ার চাপড়ায় সুদে (interest) ধার করা টাকা ফেরাতে না পেরে আত্মঘাতী হলেন এক কৃষক। ঘটনায় জোর করে জমি (Land) ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে ঋণদাতার বিরুদ্ধে।

নদিয়ার (Nadia) চাপড়া থানার গোখুরপোতা গ্রামের বাসিন্দা মকবুল হোসেন। তাঁর স্ত্রী এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান হওয়ায় স্থানীয়দের মধ্যে তার যথেষ্ট সম্মান ছিল। পরিবার সূত্রে জানা যায়, গতবছর মে মাসে তিনি এক ঋণদাতার থেকে ৬০ হাজার টাকা ধার (loan) নিয়েছিলেন। পরবর্তীকালে সেই টাকা সুদ (interest) সহ তিন লক্ষ টাকা হয়ে দাঁড়ায়, সুদের হার (interest rate) এতই চড়া ছিল।

জানা যায়, এর মধ্যে কিছু টাকা শোধ করেছিলেন মকবুল। তবে চড়া হারে সুদে (interest rate) সেই ৬০ হাজার টাকা বেড়ে ৭ লক্ষ টাকা হয়ে যায়। ঋণদাতা মকবুলকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। মকবুল রাজি না হওয়ায় তার মাথায় বন্দুক (gun) ঠেকিয়ে জমি লিখে নেয় বলে অভিযোগ। এরপরই আত্মঘাতী হন মকবুল। তাঁর মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় গ্রামবাসীরা।

মকবুলের পাশে উদ্ধার হয় সুইসাইড নোট, যেখানে মৃত্যুর কারণ হিসাবে ঋণদাতাদের (usurer) নাম উল্লেখ করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়রা দাবি করেন যারা চড়া হারে সুদ (interest rate) নিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই সঙ্গে এইধরনের সুদের কারবার বন্ধ করতে হবে প্রশাসনকেই।

Related articles

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...

টি২০ বিশ্বকাপের জন্য মাঠ বেছে ফেলল বিসিসিআই, ফাইনাল পাবে ইডেন?

মহিলাদের একদিনের বিশ্বকাপ শেষ হতেই ভাবনা শুরু টি২০ বিশ্বকাপ নিয়ে। বছর ঘুরলেই টি২০ বিশ্বকাপ(T20 World Cup 2026 )যৌথভাবে...

তারকাখচিত মঞ্চে গুণীজন সংবর্ধনা দিয়ে শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তারকাখচিত মঞ্চে গুণীজন সংবর্ধনা দিয়ে শুরু হয়ে গেল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে...
Exit mobile version