রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু

মোট ছ’টি দফতর নিয়ে আলোচনা হবে এ বারের অধিবেশনে।

বিধানসভা ভবন

কয়েকদিনের বিরতির পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। সকালে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দ্যেশ্যে শোক প্রস্তাব পাঠের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হয়। এরপর সাময়িক বিরতি নিয়ে শুরু হয়েছে প্রশ্নোত্তর পর্ব। দ্বিতীয় পর্বে চলতি অর্থ বছরে বিভিন্ন দফতরের অতিরিক্ত ব্যয় মঞ্জুরি প্রস্তাব নিয়ে সভায় দু ঘণ্টা আলোচনা হবে।

আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হবে বিভিন্ন দফতরের আগামী আর্থিক বছরের বাজেটের উপর আলোচনা। যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।পরের দ্বিতীয় ভাগে শুরু হবে দফতরওয়াড়ি আলোচনা। টান চার দিন চলবে অধিবেশন। শুক্রবার দোল উৎসবের জন্য ছুটি থাকবে। পরে শনি ও রবিবার ছুটির দিনে অধিবেশন বসবে না। আবারও আগামী সোমবার থেকে অধিবেশন শুরু হয়ে চলবে বৃহস্পতিবার অবধি। মোট ছ’টি দফতর নিয়ে আলোচনা হবে এ বারের অধিবেশনে।

ছাব্বিশের ভোটের আগে কাজের খতিয়ানে জোর দেওয়া হচ্ছে। উঠতে পারে এপিক-গরমিল ইস্যুও।২০ মার্চ পর্যন্ত সেশনে একাধিক বিলেও নজর রাজ্যের।প্রসঙ্গত, বাজেট অধিবেশন চলাকালীন সভায় অভব্য আচরণের অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছিলেন স্পিকার।