Wednesday, December 24, 2025

জেলাভিত্তিক পর্যটনের প্রচার – প্রসারে উদ্যোগী রাজ্য! চালু হচ্ছে বিশেষ প্যাকেজ 

Date:

Share post:

রাজ্যের জেলা ভিত্তিক পর্যটনের প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জেলার দর্শনীয় স্থানগুলিকে নিয়ে বিশেষ প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় এই প্যাকেজ চালু হয়েছে। যা মানুষের সাড়াও পেয়েছে। এবার বীরভূমের জন্যও এরকম প্যাকেজ চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সোমবার একথা জানিয়েেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, ইতিমধ্যে যেমন হুগলী,সুন্দরবন সহ বেশ কয়েকটি জায়গায় প্যাকেজ ট্যুরের ব্যাবস্থা আছে ঠিক তেমনই মুখ্যমন্ত্রী বীরভূমেও এরকম সফরের সূচনা করবেন।

জেলাভিত্তিক পর্যটন প্যাকেজ তৈরি করতে কোন জেলায় কী কী দর্শনীয় স্থান রয়েছে, তার বৈশিষ্ট্য সহ যাবতীয় খুঁটিনাটি বিবরণ সহ প্রত্যেক জেলাকে তা পর্যটন দফতরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কবিগুরুর শান্তি নিকেতন থেকে শুরু করে তারাপীঠ, সতীপীঠ কহ্কালীতলা, বক্রেশ্বর, ফুল্লরা, মামাভাগ্নে পাহাড়। পর্যটন পিপাসুদের কাছে সোনার খনি বীরভূম। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সেখানে ভিড় জমান। কাজেই বীরভূমের জন্য সরকারি পর্যটন প্যাকেজ তৈরি হলে তা যে সাড়া ফেলে দেবে তা বলার অপেক্ষা রাখেনা।

পর্যটন সূত্রে খবর শুধু বীরভূমই নয় জেলা প্রতি পাঁচটি করে এমন টুর প্যাকেজ তৈরি করতে বলা হয়েছে। টুর প্যাকেজগুলি ভালো করে প্রস্তুত করে সেগুলি সোশাল মিডিয়া, ওয়েবসাইট ও বিভিন্ন পর্যটন মেলায় প্রচার করবে সরকার। বিশেষত, দু রাত তিনদিন, এক রাত দুদিন এরকম ছোট ছোট ট্যুর প্যাকেজের উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। পর্যটক স্থানের বিশেষত্বের উপর নির্ভর করে হবে প্যাকেজ।জেলায় ধর্মীয় স্থান, জঙ্গল, নয় চলাচলের ব্যবস্থা, ট্রেকিং, সাফারি এই ধরেনের কী কী আকর্ষণ রয়েছে সেগুলো জায়গা পাবে প্যাকেজে। জেলার মধ্যে আন্তঃসংযোগকারী সমস্ত পর্যটন স্থানের বিস্তারিত রুট ম্যাপ সংযুক্ত করা হবে প্যাকেজে। রাজ্যে পর্যটন বিকাশে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকারের পর্যটন বিভাগ। কয়েক মাস আগেই থিম পর্যটনের উপর জোর দেওয়া হয়েছিল। হেরিটেজ ও সাংস্কৃতিক, অ্যাডভেঞ্চার, ইকো, বিচ, রুরাল, ওয়েলনেস এবং মিটিং ইনসেনটিভ কনফারেন্স অ্যান্ড এক্সজিবিশন ট্যুরিজম এরকম ধরনের সাতটি থিম বেছে নেওয়া হয়েছিল। থিম পর্যটন গড়ে তোলার কারণে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান এবং অফবিট ডেস্টিনেশনের সংখ্যা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- তুলে নেওয়া হবে রাস্তার কল! জল অপচয় রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...