অবৈধ কাজের ‘শাস্তি’! পানিহাটির পুরপ্রধান মলয়কে পদত্যাগের কড়া নির্দেশ ফিরহাদের

বেশ কিছুদিন ধরে বিভিন্ন অভিযোগ উঠছিল পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের (Malay Ray) বিরুদ্ধে। মঙ্গলবার বিধানসভা (Assembly) থেকেই ফোন করেন তাঁকে পদত্যাগের কড়া নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন, তৃণমূলের মুখ‍্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে পানিহাটির পুরপ্রধানকে ফোন করে দ্রুত পদত্যাগ করতে বলেন ফিরহাদ।

অভিযোগ, পানিহাটি পুর এলাকার অমরাবতী মাঠ অবৈধ ভাবে বিক্রি করেছেন পানিহাটির পুরপ্রধান মলয় (Malay Ray)। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে অবৈধ ভাবে চাঁদা নেওয়ার অভিযোগও ওঠে। এই বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে অভিযোগ জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব এই বিষয়ে জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত জানেন। রিপোর্ট দেন মুখ্যমন্ত্রীকে। এর পরেই পুরপ্রধানের পদ থেকে মলয়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। কারও বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ প্রমাণ হলে রাজনীতির রং দেখে রেয়াত করা হবে না। রাজধর্ম পালন করে নিজের দলের পুরপ্রধানকেই সরিয়ে দিল শাসকদল।