দাম ফের বাড়ল সোনার, রুপো অপরিবর্তিত

আরও সস্তা হল সোনা

সোনার দাম গতকাল অনেকটাই কমে গিয়েছিল। ফলে স্বস্তি মিলেছিল গ্রাহকদের। তবে আজ আর সেই স্বস্তি রইল না। দাম ফের বেড়ে গেল সোনার। রুপোর দামও (Gold Silver Rate Today) আজ অনেকটা বেড়েছে। কেজিতে প্রায় ৯০০ টাকা বেড়েছে রুপোর দাম।

এখন থেকে বাংলার বাজারে ২৪ ক্যারাট সোনার দাম পড়বে প্রতি গ্রামে ৮৫৫০ টাকা আর ২২ ক্যারাট গয়নার সোনার দাম (Gold Price Today) প্রতি গ্রামে এখন ৮১২৫ টাকা। অর্থাৎ গতকালের থেকে এই ২৪ ক্যারাটের দাম গ্রাম পিছু ৩১ টাকা অর্থাৎ এক ভরিতে ৩১০ টাকা কমে গিয়েছে। আরও সস্তা হল সোনা।

বাঙালির অলঙ্কারে সোনার পাশাপাশি রুপোর গুরুত্বও অপরিসীম। উপহার হোক বা সঞ্চয়, রুপো বঙ্গ জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ১২ মার্চ, ২০২৫ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৯৬৭০০ টাকা, যা গত দিনের থেকে -০.৬২ শতাংশ পরিবর্তিত হয়েছে। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম ৯৬৮০০ টাকা, গত দিনের তুলনায় এই দামের পরিবর্তন হয়েছে -০.৬২ শতাংশ।