Thursday, August 21, 2025

হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের খাবারে ব্লেড, উত্তপ্ত কলেজ চত্বর

Date:

এই প্রথম না, আগেও খাবারে পোকা পাওয়া গিয়েছিল। এবার খাবারের মধ্যে পাওয়া গিয়েছে ব্লেড। হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের এমন ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা।

পড়ুয়াদের অভিযোগ, তাঁদের সুরক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনরকম চিন্তা নেই। আগে খাবারে পোকা পাওয়া গিয়েছিল। বারবার বলা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার খাবারের মধ্যে ব্লেড পাওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। ঘটনার পর থেকে নিরাপত্তার অভাবে ভুগছেন পড়ুয়ারা। নজরে না পড়লে যেকোন মুহূর্তে ঘটে যেতে পারত ভয়ানক কোন ঘটনা।

খাবারে ব্লেড পাওয়া যেতেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে। হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। মাসে তিন হাজার টাকা দিতে হয় একেকজনকে খাবারের জন্য। বিশাল কোন আয়োজন না থাকলেও সামান্য ডালভাত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যাবে এটুকুই তাদের দাবি। তাঁদের অভিযোগ, খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে না বসলেই পেটে চলে যেতে পারে ভয়ানক কিছু। বুধবার রাতভর বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

এরপর উপাচার্য এবং প্রধান ওয়ার্ডেন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা। তারা জানিয়েছে দু’দিন আগে বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। কয়েকদিন আগে খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল। বারংবার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। গত বছর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। সেবার খাবারের মধ্যে কেন্নো পাওয়া যায়, যা খেয়ে প্রায় ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন- হিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version