Sunday, August 24, 2025

নির্বাচনে হারের প্রতিশোধ নিতেই বরাদ্দ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন পঞ্চায়েতমন্ত্রী

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে হারের প্রতিশোধ নিতেই রাজ্যের বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস এবং সড়ক যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্যকে টাকা প্রদান বন্ধ করে রেখেছে, যা রাজ্যের গরীব মানুষদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি অভিযোগ করেন, ইউটিলাইজেশন সার্টিফিকেটের ওপর ভিত্তি করে রাজ্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগ অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২০ লাখ ভুয়ো জব কার্ড রয়েছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো কার্ড বাতিলের সংখ্যা অনেক বেশি। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২০-‘২১ থেকে ২০২৩-‘২৪ পর্যন্ত উত্তরপ্রদেশে ৮৯ লাখ ৬৭ হাজার ৪০৭, অন্ধ্রপ্রদেশে ৩৪ লাখ ৪১ হাজার ৫২৮ এবং মধ্যপ্রদেশে ৩২ লাখ ২৪ হাজার ১৮৯ জব কার্ড বাতিল হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে ২৩ লাখ ৯৪ হাজার ৩৪২টি জব কার্ড বাতিল করা হয়েছে।

পঞ্চায়েতমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের অনুদান বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার “কর্মশ্রী” প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে রাজ্যের ১০০ দিনের প্রকল্পের জব কার্ড হোল্ডারদের জন্য কাজের সুযোগ তৈরি করা হয়েছে। চলতি আর্থিক বছরের 15 জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পে ৩০ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। মন্ত্রী আরও জানান, পরবর্তী আর্থিক বছরের জন্য কর্মশ্রী প্রকল্পের আওতায় ৩৩ কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, পঞ্চায়েতমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদান বন্ধ হওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে “বাংলার বাড়ি গ্রামীণ” নামে নতুন আবাসন প্রকল্প শুরু করার কথাও জানান। এই প্রকল্পে ১২ হাজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য ১৪ হাজার ৪০০ কোটি টাকার প্রয়োজন, যার মধ্যে ইতিমধ্যে ৭ হাজার ২০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। আগামী আর্থিক বছরে এই প্রকল্পের জন্য ১৫ হাজার ৪৫৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

অবশেষে, আগামী আর্থিক বছরের জন্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য ৪৪ হাজার ১২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে।

আরও পড়ুন- ভেষজ রঙ-আবিরের চাহিদা তুঙ্গে, জমজমাট বড়বাজার

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...