Monday, August 25, 2025

বাগানে কি চুক্তি বাড়ছে মোলিনার, ইস্টবেঙ্গলে কি থাকছেন অস্কার? একনজরে ইস্ট-মোহনের খবর

Date:

পরপর লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। অপর দিকে ২০২৪-২৫ আইএসএলেও নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। পারফরম্যান্সে দুই প্রধান দুই মেরুতে। আইএসএল লিগ-শিল্ড জয়ী কোচ হিসেবে জোসে ফ্রান্সিসকো মোলিনার চুক্তি নবীকরণ হওয়াটাই স্বাভাবিক। যাবতীয় আশঙ্কা উড়িয়ে ম্যান ম্যানেজমেন্টে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ স্পেন ফুটবল ফেডারেশনের প্রাক্তন স্পোর্টিং ডিরেক্টর। একটা তারকাখচিত দলকে একসূত্রে গাঁথার কাজটা নিপুণভাবে করেছেন মোলিনা।

অপরদিকে ইস্টবেঙ্গল আরও একবার দেশের সর্বোচ্চ লিগে আঁধারে ডুবলেও কোচ অস্কার ব্রুজোর উপর আস্থা রাখছে ক্লাব। কারণ, আইএসএলে শুরুতেই হারের ডাবল হ্যাটট্রিকের ধাক্কায় কোমায় চলে যাওয়া দলটিকে জীবনদায়ী ওষুধে জাগিয়ে তুলেছিলেন যিনি, যাঁর কোচিং ও মেন্টরশিপে দলটা ঘুরে দাঁড়িয়ে পরের ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাস্ট বয় থেকে ন’নম্বরে লিগ শেষ করেছে, সেই অস্কারের উপর ভরসা রাখা ছাড়া উপায় নেই লাল-হলুদ ম্যানেজমেন্টের। সূত্রের খবর, অস্কারের সঙ্গে ইতিমধ্যেই ২০২৫-২৬ মরশুমের জন্য চুক্তি সেরে ফেলেছে ক্লাব।

মোলিনার সঙ্গে অবশ্য এখনও নতুন চুক্তি করেনি মোহনবাগান। ম্যানেজমেন্টের প্রাথমিক সিদ্ধান্ত, বড় কোনও অঘটন না ঘটলে স্প্যানিশ কোচের চুক্তি বাড়ছে। লিগ-শিল্ড জয়ের পর আইএসএল কাপ জয়ের লক্ষ্যে মোলিনা ব্রিগেড। সস্ত্রীক ভিয়েতনামে ছুটি কাটাচ্ছেন মোলিনা। দেশি-বিদেশি ফুটবলাররাও ছুটিতে। ১৮ মার্চ দ্বিমুকুট জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করবে মোহনবাগান। সব কিছু ঠিক থাকলে সুপার কাপের আগেই কোচের সঙ্গে আলোচনায় বসবেন ফুটবল টিমের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এরপরই নতুন চুক্তি হবে।

আইএসএলের পর ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগেও। কোচকে নিয়ে স্বস্তির মধ্যেও কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স চিন্তায় রাখছে লাল-হলুদ ম্যানেজমেন্টকে। যাঁদের মধ্যে অন্যতম রিচার্ড সেলিস। কুঁচকির চোট নিয়ে এখানে এসেছেন। পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। সুপার কাপে সেলিস, ক্লেটন, হেক্টর, নিশু, নন্দদের চূড়ান্ত পরীক্ষা হতে চলেছে।

আরও পড়ুন- জল্পনার অবসান, দিল্লি নতুন নেতা অক্ষর, দায়িত্ব পেয়ে কী বললেন তিনি ?

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version