নিউটাউন থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে ধাক্কাধাক্কি এবং শ্লীলতাহানির অভিযোগের গ্রেফতার ২। অভিযুক্তরা হলেন উজ্বল কুমার ও কানাইয়া কুমার। দুজনই নিউটাউনের বাসিন্দা। অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। তাদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হলে ১৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ২ যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে যখন আসছিল সেই সময় বলাকা আবাসনের কাছে ডিভাইডারে ধাক্কা মারে। অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল বলে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। নিউটাউন থানার পুলিশ গাড়ি-সহ দুজনকে আটক করে নিয়ে আসে। দুই অভিযুক্তকে যখন থানায় নিয়ে আসা হয় তখন কর্মরত ডিউটি অফিসার মহিলা সাব ইন্সপেক্টর তাদের নাম জিজ্ঞাসা করে। তখন ওই মহিলা অফিসারের গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করে এবং পোশাক ধরে টানাটানি করে বলে অভিযোগ। এরপরেই পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন- ভূতুড়ে ভোটার ধরতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা, সন্দেহ হলেই বাতিলের নির্দেশ অভিষেকের

_
_

_

_

_

_

_

_

_