Sunday, January 11, 2026

আইপিএলকে টক্কর দিতে আসছে এই টি-২০ লিগ, বিনিয়োগ করা হচ্ছে ৪৫০০ কোটি টাকা

Date:

Share post:

এই মুহুর্তে টি-২০ লিগে সবথেকে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত টুর্নামেন্ট আইপিএল। অর্থ হোক বা তারকাদের সমাহার, প্রতি বছরই আইপিএলের মান যেন উন্নত হচ্ছে। বিশ্বের বড় বড় স্পোর্টস লিগের সঙ্গে টেক্কা দিচ্ছে আইপিএল। আর এবার এই আইপিএলকে টেক্কা দিতে আসছে আরও বড় টি-২০ লিগ। ৪৫০০ কোটি টাকার ক্রিকেট লিগ আনতে চলেছে সৌদি আরব।

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫০০ কোটি টাকায় সৌদি আরবে একটি ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চালু করার পরিকল্পনা করছেন নীল ম্যাক্সওয়েল। যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন বোর্ড সদস্য এবং বর্তমানে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার। এই বিপুল অর্থ বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। জানা যাচ্ছে, এই লিগ তৈরির প্রধান দু’টি উদ্দেশ্য রয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও দুর্বল ক্রিকেট বোর্ডগুলিকে আর্থিক সাহায্য করতে ব্যবহার করা হবে।

জানা যাচ্ছে, এই নিয়ে ইতিমধ্যেই আইসিসির সঙ্গে কথা বলছে সৌদি ক্রিকেট সংস্থা। তবে শুধু পুরুষদের নয়, মহিলাদের ক্রিকেট লিগও আনার পরিকল্পনা রয়েছে। তবে এই লিগ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, বছরের চারটি সময়ে চারটি আলাদা দেশে এই প্রতিযোগিতা হবে। অর্থাৎ, টেনিসে যেমন বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনই বছরে চার বার এই প্রতিযোগিতা হবে। তবে এখনও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছ থেকে অনুমতি পাওয়া বাকি রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

২০২০ সালের পর থেকে সৌদি আরব ফুটবল, টেনিস, গলফ এবং ফর্মুলা ওয়ান রেসে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। শুধু তাই নয়, সৌদি আরব ফিফা বিশ্বকাপ আয়োজনের দিকেও লক্ষ্য রাখছে। এবার তাদের নজর ক্রিকেটে।

আরও পড়ুন- পরিবার নিয়ে বিসিসিআই-এর কড়া নিয়ম, এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...