Sunday, November 9, 2025

আইপিএলকে টক্কর দিতে আসছে এই টি-২০ লিগ, বিনিয়োগ করা হচ্ছে ৪৫০০ কোটি টাকা

Date:

Share post:

এই মুহুর্তে টি-২০ লিগে সবথেকে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত টুর্নামেন্ট আইপিএল। অর্থ হোক বা তারকাদের সমাহার, প্রতি বছরই আইপিএলের মান যেন উন্নত হচ্ছে। বিশ্বের বড় বড় স্পোর্টস লিগের সঙ্গে টেক্কা দিচ্ছে আইপিএল। আর এবার এই আইপিএলকে টেক্কা দিতে আসছে আরও বড় টি-২০ লিগ। ৪৫০০ কোটি টাকার ক্রিকেট লিগ আনতে চলেছে সৌদি আরব।

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫০০ কোটি টাকায় সৌদি আরবে একটি ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চালু করার পরিকল্পনা করছেন নীল ম্যাক্সওয়েল। যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন বোর্ড সদস্য এবং বর্তমানে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার। এই বিপুল অর্থ বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। জানা যাচ্ছে, এই লিগ তৈরির প্রধান দু’টি উদ্দেশ্য রয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও দুর্বল ক্রিকেট বোর্ডগুলিকে আর্থিক সাহায্য করতে ব্যবহার করা হবে।

জানা যাচ্ছে, এই নিয়ে ইতিমধ্যেই আইসিসির সঙ্গে কথা বলছে সৌদি ক্রিকেট সংস্থা। তবে শুধু পুরুষদের নয়, মহিলাদের ক্রিকেট লিগও আনার পরিকল্পনা রয়েছে। তবে এই লিগ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, বছরের চারটি সময়ে চারটি আলাদা দেশে এই প্রতিযোগিতা হবে। অর্থাৎ, টেনিসে যেমন বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনই বছরে চার বার এই প্রতিযোগিতা হবে। তবে এখনও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছ থেকে অনুমতি পাওয়া বাকি রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

২০২০ সালের পর থেকে সৌদি আরব ফুটবল, টেনিস, গলফ এবং ফর্মুলা ওয়ান রেসে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। শুধু তাই নয়, সৌদি আরব ফিফা বিশ্বকাপ আয়োজনের দিকেও লক্ষ্য রাখছে। এবার তাদের নজর ক্রিকেটে।

আরও পড়ুন- পরিবার নিয়ে বিসিসিআই-এর কড়া নিয়ম, এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...